ওসমান হাদি হত্যার বিচার দাবি : শাহবাগ ব্লকেড ইনকিলাব মঞ্চের

0
11

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ২৬ ডিসেম্বর (শুক্রবার) বাদ জুমা বিক্ষোভ মিছিল করে ঢাবি শাখা ইনকিলাব মঞ্চ। পরে মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে চারপাশের রাস্তা ব্লকেড করে সংগঠনটির নেতাকর্মীরা।
প্রতিবেদন লেখা পর্যন্ত তারা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছিল ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে বাদ জুমা বিক্ষোভ কর্মসূচির কথা জানানো হয়েছিল। ওই পোস্টে শহীদ ওসমান হাদির রুহের মাগফেরাত কামনা ও খুনিদের বিচারের দাবিতে দেশব্যাপী দোয়া মোনাজাত ও বিক্ষোভ মিছিলের আহ্বান জানিয়েছিল সংগঠনটি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন গত ১২ ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত-সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষনকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গিয়েছে বলে আলোচনা রয়েছে।

ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর মারা যান হাদি।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/2tky94n9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআমদানিনির্ভরতা থেকে বেরিয়ে রপ্তানিকারক দেশে রূপান্তরিত হচ্ছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জ সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডিটনেটর বিস্ফোরক উদ্ধার