
সুনামগঞ্জ সীমান্ত থেকে ২৪ টি বিস্ফোরক (ইলেকট্রিক ডিটনেটর) উদ্ধার করেছে বিজিবি। ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল আটটায় গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্তের মাইজহাটি এলাকা থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে ও নাশকতার উদ্দেশে এসব বিস্ফোরক আমদানি করা হতে পারে। তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত থেকে পলিথিনে মোড়ানো ২৪টি বিস্ফোরক জাতীয় ইলেকট্রিক ডিটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডিটনেটর ব্যবহার করে উচ্চ ক্ষমতা সম্পন্ন ইম্প্রভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস (IED) প্রস্তুত করা সম্ভব।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল একেএম জাকারিয়া কাদির জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর উপজেলাধীন চারাগাঁও সীমান্ত থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়। দেশে বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করার প্রয়াসে এবং নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্যাদি চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তথ্যসূত্রঃ
https://tinyurl.com/4r8y4knk


