৩০০ ফিট সমাবেশস্থল থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

0
15

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর ৩০০ ফিট এলাকায় অনুষ্ঠিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনাস্থল থেকে মোট ১৪৮ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ সকাল থেকে দ্রুততার সাথে ৩০০ ফিটের বর্জ্য অপসারণ করার নির্দেশনা প্রদান করেন। নির্দেশনা অনুযায়ী ২৬ ডিসেম্বর (শুক্রবার) সকাল থেকে ডিএনসিসির উদ্যোগে সমাবেশস্থলে সৃষ্ট বর্জ্য অপসারণের লক্ষে একটি বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। এ কার্যক্রমে ডিএনসিসির ৩৫০ জন পরিচ্ছন্নতাকর্মী অংশগ্রহণ করেন।

পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে ২০টি ট্রাকের মাধ্যমে মোট ১৪৮টি ট্রিপে সংগৃহীত বর্জ্য রাজধানীর আমিনবাজার ল্যান্ডফিলে নিরাপদভাবে ডাম্পিং করা হয়। দুপুরের মধ্যেই পুরো সমাবেশস্থল পরিষ্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলা হয়।


তথ্যসূত্রঃ
https://tinyurl.com/2t24v2ka

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুতুব‌দিয়ায় আগুনে পু‌ড়ল শুঁট‌কির দুই গোডাউন; লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষ‌তি
পরবর্তী নিবন্ধতাজমহল আগে মন্দির ছিল, দাবি ভারতীয় মন্ত্রীর