
রাজধানীর গুলিস্তান এলাকার খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আটতলা ভবনের ছাদের উপর একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিকেল ৫টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলের দিকে রওনা হয়।
খবর পাওয়ার পাঁচ মিনিট পর, অর্থাৎ বিকেল ৫টা ৩৩ মিনিটে ইউনিটগুলো ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন ভবনের ছাদের উপর অবস্থিত একটি বাণিজ্যিক গুদামে ছড়িয়ে পড়ে। আশপাশের ভবন ও নিচের তলাগুলোতে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে কিছুক্ষণের জন্য এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় ভবনের ভেতরে থাকা লোকজনকে নিরাপদে বের করে আনার চেষ্টা করা হয়।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট অথবা গুদামে সংরক্ষিত দাহ্য পদার্থ থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতি ও হতাহতের বিষয়ে ফায়ার সার্ভিস এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। আগুন নিয়ন্ত্রণে আসার পর তদন্তের মাধ্যমে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
ঘটনাস্থল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি লক্ষ করা গেছে। এ সময় যান চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের অভিযান চলমান থাকায় এলাকা সাধারণ মানুষের চলাচল সীমিত রাখার অনুরোধ জানানো হয়েছে ফায়ার সার্ভিস এর পক্ষ থেকে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের কাজ অব্যাহত রয়েছে.
তথ্যসূত্রঃ
https://tinyurl.com/2uebxtsj


