কান্দাহারে প্রত্যাবর্তনকারী চার হাজার পরিবারের জন্য আবাসন নগরীর কাজ চলছে

0
0

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কান্দাহার প্রদেশের জারি জেলার মীর হাজার কারেজ অঞ্চলে তিন হাজার একর জমিতে একটি আধুনিক আবাসন নগরী গড়ে তোলা হচ্ছে। এই নগরীতে চার হাজার প্রত্যাবর্তনকারী পরিবারের জন্য আবাসিক প্লট বরাদ্দের পাশাপাশি মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, স্বাস্থ্যকেন্দ্র, বাজার ও অন্যান্য নাগরিক সুবিধা নির্মাণের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

কান্দাহার প্রদেশের নগর উন্নয়ন ও আবাসন বিভাগের পরিচালক আব্দুল মতিন সাঈদ হাফিযাহুল্লাহ জানান, “জারি জেলায় আমরা প্রায় চার হাজার পরিবারের জন্য রাস্তা সংযুক্ত প্লট বিতরণের কাজ করছি।” তিনি উল্লেখ করেন, নতুন এই টাউনশিপে শুধু আবাসিক প্লটই নয়, মসজিদ, স্কুল, মাদরাসা, কিন্ডারগার্টেন, বাণিজ্যিক মার্কেট, স্বাস্থ্যকেন্দ্র, খেলার মাঠ ও পানি সরবরাহ নেটওয়ার্কের মতো নাগরিক সুযোগ-সুবিধাও গড়ে তোলা হবে।

প্রত্যাবর্তনকারীদের তত্ত্বাবধান ও পুনর্বাসন বিভাগের উপ-পরিচালক নেমাতুল্লাহ উলফাত হাফিযাহুল্লাহ বলেন, “প্লটগুলির আয়তন ৫০০ থেকে ১৫০০ বর্গমিটার পর্যন্ত হবে, যা দামান ও জারি জেলায় মোট পাঁচ হাজার পরিবারের জন্য পর্যাপ্ত।” তিনি আরও উল্লেখ করেন যে, শুধু জারি ও দামানই নয়, ভবিষ্যতে কান্দাহারের স্পিন বোল্ডাক, তখতাপুল ও পাঞ্জওয়াই জেলাতেও প্রত্যাবর্তনকারীদের জন্য অনুরূপ আবাসন নগরী বরাদ্দের পরিকল্পনা রয়েছে।

ইমারাতে ইসলামিয়ার উদ্যোগে কান্দাহারে প্রত্যাবর্তনকারী আফগান নাগরিকদের স্থায়ী পুনর্বাসনের লক্ষ্যে গৃহীত এই বৃহৎ প্রকল্প দেশজুড়ে শান্তি ও পুনর্গঠন প্রক্রিয়ার একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এই উদ্যোগ শরণার্থী হিসেবে জীবনযাপনরত হাজার হাজার আফগান পরিবারের জন্য স্থায়ী ও মর্যাদাপূর্ণ জীবনের সূচনা করবে বলা আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Township Planned for 4,000 Returnee Families in Kandahar
– https://tinyurl.com/2ts2h4et

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগত ৪ বছরে ছোট-বড় ৩,৩৯৯টি সংঘাত মীমাংসা করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত ও উপজাতি বিষয়ক মন্ত্রণালয়