আফগানিস্তান-কাজাখস্তানের মধ্যে ৫০০ মিলিয়ন ডলারের রেল বিনিয়োগ চুক্তি

0
16

কাজাখস্তানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের আফগানিস্তান সফর কালে হেরাত-তুর্ঘুন্দি এবং হেরাত-কান্দাহার রেল প্রকল্পে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের চুক্তি সই করেছে। বর্তমানে দুই দেশের প্রকৌশলীদের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের বিষয়ে আলোচনা চলছে।

ইমারাতে ইসলামিয়ার গণপূর্ত মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আশরাফ হাফিযাহুল্লাহ জানান, “এই প্রকল্পগুলো কেবল আফগানিস্তান ও কাজাখস্তানের জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং সকল আঞ্চলিক দেশের জন্য গুরুত্বপূর্ণ। কারণ তারা পণ্য দ্রুত ও কম খরচে পরিবহনের জন্য এই ট্রানজিট করিডোর ব্যবহার করতে পারবে।” মন্ত্রণালয় আরও জানায়, আফগানিস্তানের রেল নেটওয়ার্ক সম্প্রসারণ তাদের অন্যতম প্রধান লক্ষ্য এবং এই খাতে বিনিয়োগ আকর্ষণে জাতীয় ও আন্তর্জাতিক বহু বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আফগানিস্তানে বর্তমানে একাধিক রেল প্রকল্পে কাজ চলমান রয়েছে। এর মধ্যে রয়েছে ১০ কিলোমিটার দীর্ঘ আকিনা–আন্দখয় রেলপথের পুনর্নির্মাণ কাজ, তুর্ঘুন্দি বন্দরের উন্নয়ন, হেরাত–খাফ রেলপথের চতুর্থ ধাপের নির্মাণকাজ, হেরাত–মাজার-ই-শরীফ রেললাইন মেরামত এবং হেরাত–কান্দাহার রেলপথের জরিপ ও নকশা প্রণয়নের কাজ।

অর্থনৈতিক বিশ্লেষকগণও রেল উন্নয়নে বিদেশি বিনিয়োগ, বিশেষ করে কাজাখস্তানের রেল উন্নয়নে অংশগ্রহণকে দ্রুত ও সাশ্রয়ী পণ্য পরিবহনের জন্য অত্যাবশ্যক মনে করেন। তারা এ খাতে বিনিয়োগ আরও সহজতর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

এদিকে, রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সি ওভারচুক বরাতে রুশ গণমাধ্যমগুলো জানিয়েছে, রাশিয়াও ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মধ্য দিয়ে রেলপথ নির্মাণে অত্যন্ত আগ্রহী এবং এ সংক্রান্ত আলোচনা শুরু হয়েছে।


তথ্যসূত্র:
1. Afghanistan, Kazakhstan Advance $500M Rail Investment Deal
– https://tinyurl.com/ycnm7tb4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকান্দাহারে প্রত্যাবর্তনকারী চার হাজার পরিবারের জন্য আবাসন নগরীর কাজ চলছে
পরবর্তী নিবন্ধভারতের বিহার রাজ্যে ঐতিহাসিক শমশের খান সমাধি ভাঙচুর, যত্ন ও নিরাপত্তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত