পাঞ্জশিরের বিরুজ খনিতে উত্তোলনের কাজ শুরু করছে ইমারাতে ইসলামিয়া

0
15

আফগানিস্তানের পাঞ্জশির প্রদেশের আনবা ও আবশার জেলায় অবস্থিত খনিগুলোর উত্তোলন কাজ শীঘ্রই আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে ইমারাতে ইসলামিয়া। পাঞ্জশির প্রাদেশিক সরকারের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আনবা ও আবশার জেলায় অবস্থিত বিরুজ খনির উত্তোলনের কাজ দ্রুতই পূর্ণাঙ্গভাবে শুরু করা হবে। এর আগে সীমিত পরিসরে এ খনিগুলো থেকে পরীক্ষামূলকভাবে খনিজ উত্তোলন কার্যক্রম চালানো হয়েছিল। সে প্রচেষ্টা সফল হয় এবং ইতিবাচক ফল পাওয়ায় এখন আনুষ্ঠানিক ও ব্যাপক আকারে কাজ শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, পাঞ্জশির প্রদেশের খনিজ খাতে বর্তমানে পনের হাজারেরও বেশি স্থানীয় শ্রমিক নিয়োজিত রয়েছেন। এই সংখ্যা থেকেই বোঝা যায়, এই খাতটি প্রদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড ও জনগণের জীবিকায় কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। নিয়মিত উত্তোলন শুরু হলে এই কর্মসংস্থানের পরিধি আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।


তথ্যসূত্র:
1. Biruj Mines in Panjshir to Begin Extraction Soon
– https://tinyurl.com/bdrfnjwz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান-তাজিক সীমান্তের ঘটনায় তদন্ত শুরুর ঘোষণা, পুনরাবৃত্তি এড়াতে একসাথে কাজ করবে উভয় দেশ
পরবর্তী নিবন্ধআয়োজকদের অব্যবস্থাপনায় ফরিদপুরে জেমসের কনসার্ট বাতিল; হিন্দুত্ববাদী মিডিয়ায় তৌহীদি জনতার বিরুদ্ধে অপপ্রচার