আফগানিস্তানের হেরাত প্রদেশে ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগে অ্যালুমিনিয়াম ক্যান তৈরি কারখানা নির্মাণ প্রকল্প উদ্বোধন

0
9

২৫ ডিসেম্বর আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি অ্যালুমিনিয়াম ক্যান তৈরি কারখানা নির্মাণ প্রকল্প আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন ইমারাতে ইসলামিয়ার অর্থনীতি বিষয়ক উপপ্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার আখুন্দ হাফিযাহুল্লাহ। এই কারখানা নির্মাণে ১২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করা হচ্ছে।

ইমারাতে ইসলামিয়ার হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে এই তথ্য জানানো হয়েছে।

কর্মকর্তাগণ জানান, পামির নামক এই ক্যান তৈরি কারখানা আফগানিস্তানের প্রথম অ্যালুমিনিয়াম ক্যান তৈরি কারখানা। এটি আফগানিস্তানের শিল্প উন্নয়ন ও অর্থনৈতিক স্বনির্ভরতার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কারখানাটি হেরাত শিল্পাঞ্চলে প্রায় ৮ একর জমির উপর নির্মিত হবে। এটি নির্মাণ সম্পন্ন হলে প্রায় ১০০০ জন নাগরিকের জন্য সরাসরি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

প্রকল্পটি দেশীয় উৎপাদন বৃদ্ধি, আমদানি নির্ভরতা হ্রাস ও জাতীয় অর্থনীতিকে শক্তিশালী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উক্ত কারখানার উদ্বোধন শিল্প খাতে ক্রমবর্ধমান বিনিয়োগ ও দেশে অর্থনৈতিক স্বয়ংসম্পূর্ণতা বিস্তারে চলমান প্রচেষ্টার একটি স্পষ্ট প্রমাণ হিসেবে দেখা হচ্ছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/munjj68c
2. https://tinyurl.com/yhyxfcvv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাতার ও সংযুক্ত আরব আমিরাতে কান্দাহারের ডালিম রপ্তানি শুরু
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের পারওয়ান প্রদেশে আরও ১টি বিশুদ্ধ পানি সরবরাহ কাঠামো স্থাপন সফলভাবে সম্পন্ন