
গত ২৬ ডিসেম্বর কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে বাংলাদেশের বিরুদ্ধে এক বিপজ্জনক ও গণহত্যার আহ্বানমূলক মন্তব্য করেছে পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। সে বলেছে, ইসরায়েল যেভাবে গাজাকে শায়েস্তা করেছে, বাংলাদেশকে ঠিক সেভাবে শায়েস্তা করা উচিত।
যেখানে গাজায় ইসরায়েলের আগ্রাসনকে গণহত্যা ও আন্তর্জাতিক আইনের মারাত্মক লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে সারাবিশ্ব, সেখানে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী ইহুদিবাদি ইসরায়েলের মত মুসলমানদের বিরুদ্ধে গণহত্যার আহ্বান জানাচ্ছে।
সে আরও বলেছে, আমাদের ১০০ কোটি হিন্দু ও হিন্দুদের স্বার্থে কাজ করা ভারত সরকারকে অবশ্যই বাংলাদেশকে একটি শিক্ষা দিতে হবে, ঠিক যেমন আমরা অপারেশন সিঁদুরে পাকিস্তানকে শিক্ষা দিয়েছি।
এই মন্তব্যকে নগ্ন ঘৃণামূলক বক্তব্য বলে অভিহিত করেছে তৃণমূল কংগ্রেস (তৃণমূল)। একইসাথে এটি গণহত্যা ও জাতিগত নির্মূলের রক্তপিপাসু আহ্বান বলে তারা নিন্দা জ্ঞাপন করেছে।
উল্লেখ্য যে, বাংলাদেশের ময়মনসিংহ জেলায় দীপু চন্দ্র দাসের হত্যার প্রতিবাদে গত ২২ ডিসেম্বর থেকে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে বিক্ষোভ চলছে। সেই বিক্ষোভের সুযোগে বাংলাদেশের বিরুদ্ধে এমন ঘৃণা উস্কে দিয়েছে কট্টর হিন্দুত্ববাদী এই নেতা।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4z85ucu9


