
ইসরায়েল কর্তৃক আফ্রিকার সোমালিল্যান্ড অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতির নিন্দা জানিয়েছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। গত ২৮ ডিসেম্বর এক বিবৃতির মাধ্যমে এই নিন্দা জানায় ইমারাতে ইসলামিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
এই পদক্ষেপ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশকে বিভক্ত করার অপপ্রয়াস বলে বিবৃতিতে তুলে ধরা হয়। এছাড়া এই ধরনের স্বীকৃতি আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলেও সমালোচনা করা হয়।
ইমারাতে ইসলামিয়ার বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইসরায়েলের এই স্বীকৃতি উক্ত অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব তৈরি করবে। এই স্বীকৃতি স্বাধীন সোমালিয়া রাষ্ট্রের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পরিপন্থী।
উল্লেখ্য যে, সোমালিল্যান্ড ১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করে, কিন্তু জাতিসংঘসহ কোনো আন্তর্জাতিক শক্তি ও রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে এটিকে স্বীকৃতি দেয়নি। গত ২৬ ডিসেম্বর ১ম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। এই সিদ্ধান্তে আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশ ব্যাপক নিন্দা জানিয়েছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4dxuvm9a


