মজুদদারি প্রতিরোধে আফগানিস্তানের হেরাতে বাজার ও খাদ্য গুদামসমূহে স্থানীয় প্রশাসনের তদারকির নির্দেশনা

0
9

ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশের গভর্নর শেখ মৌলভী ইসলামজার হাফিযাহুল্লাহ’র নির্দেশে, হেরাত শহর ও বিভিন্ন জেলার বাজার ও খাদ্য গুদামসমূহ তদারকি কার্যক্রম শুরু করা হয়েছে, এই কার্যক্রম এখন চলমান রয়েছে।

এই লক্ষ্যে গুরুত্বপূর্ণ খাদ্য সামগ্রী যাচাই-বাছাই কাজ পরিচালনা করছে সংশ্লিষ্ট কমিটিসমূহ। এছাড়া অবৈধভাবে পণ্য মজুদ এবং ইসলাম ও আইন পরিপন্থী সব ধরনের ব্যবসা থেকে বিরত থাকতে বিক্রেতাদের নির্দেশনা প্রদান করা হচ্ছে।

হেরাত গভর্নর দপ্তরের অফিসিয়াল এক্স পোস্টে গত ২৮ ডিসেম্বর এই তথ্য জানানো হয়েছে।

এই উদ্যোগের উদ্দেশ্য হল, নাগরিকদের জন্য নিরাপদ খাদ্য সামগ্রী সহজলভ্য করে তোলা এবং দ্রব্যমূল্যের অতিরিক্ত বৃদ্ধি প্রতিরোধ করা। কেনাবেচায় যেকোনও ধরনের আইনগত লঙ্ঘন সনাক্ত হলে, সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে হেরাত প্রশাসন।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/3u683muc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআবু উবায়দাহ সহ শীর্ষ পাঁচ নেতার শাহাদাতের খবর নিশ্চিত করল হামাস
পরবর্তী নিবন্ধহিমাচল প্রদেশে আরও এক কাশ্মীরি শাল ব্যবসায়ী হিন্দুত্ববাদীদের নির্যাতনের শিকার