সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শাবাবের এক অভিযানে অন্তত ১৩ শত্রু সেনা হতাহত

0
36

প্রতিরোধ বাহিনী হারাকাতুশ শাবাব মুজাহিদিনরা সোমালিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বাকোল রাজ্যে সম্প্রতি মোগাদিশু বাহিনীকে লক্ষ্য করে একটি সফল অভিযান পরিচালনা করেছেন।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, বাকোল রাজ্যের হুদুর শহরের উপকণ্ঠে মোগাদিশু বাহিনীর একটি সমাবেশ লক্ষ্য করে উক্ত অভিযানটি চালানো হয়। গত ২৮শে ডিসেম্বর হারাকাতুশ শাবাব মুজাহিদদের পরিচালিত উক্ত সফল অভিযানে মোগাদিশু বাহিনীর অন্তত ৭ সৈন্য নিহত এবং আরও ৬ সৈন্য আহত হয়। অভিযানের সময় মুজাহিদিনরা ঘটনাস্থল থেকে মোগাদিশু বাহিনীর ব্যবহৃত ১টি পিকা মেশিনগান সহ ৫টি অস্ত্র গনিমত হিসাবে অর্জন করেছেন।

এদিন মুজাহিদিনরা দক্ষিণ সোমালিয়ায় মোগাদিশু বাহিনীর ২টি সামরিক ঘাঁটিতেও অতর্কিত আক্রমণ চালিয়েছেন। আক্রমণগুলির একটি বে রাজ্যের বায়দোয়া শহরের উপকণ্ঠের বুরজিদ এলাকায় চালানো হয়। অন্যটি নিম্ন শাবেলি রাজ্যের জানালি শহরে শত্রু সামরিক ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়। এই হামলাগুলোতেও বেশ কিছু শত্রু সৈন্য হতাহতের শিকার হয়, তবে আশ-শাবাব মুজাহিদিন হতাহতের সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করে নি।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/yc6jzb24

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহামাসের সামরিক মুখপাত্র আবু উবাইদাসহ কমান্ডারদের শাহাদাতে গভীর সমবেদনা প্রকাশ করেছে ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধবিহারে গরুর মাংস বহনের অভিযোগ এনে আবারও এক মুসলিম যুবককে ভয়াবহ নির্যাতন