
পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যে আশ-শাবাব মুজাহিদদের এক অভিযানে মোগাদিশু বাহিনীর অন্তত ৩৮ সেনা সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
শাহাদাহ এজেন্সির তথ্য অনুযায়ী, গত ২৯শে ডিসেম্বর, সোমালিয়ার মধ্য শাবেলি রাজ্যের ওয়ারশেখ জেলা উপকণ্ঠে আশ-শাবাব মুজাহিদিনের অবস্থান লক্ষ্য করে হামলা চালায় মোগাদিশু প্রশাসনের সাথে যুক্ত স্পেশাল ফোর্স ও মিলিশিয়া বাহিনী। শত্রুর এই হামলার প্রতিক্রিয়ায় আশ-শাবাব মুজাহিদিনরা তীব্র পাল্টা আক্রমণ শুরু করলে জেলার নিকটবর্তী শিখিয়ালো এলাকায় মোগাদিশু বাহিনী ও আশ-শাবাব মুজাহিদদের মধ্যে তুমুল লড়াই শুরু হয়।
রাজধানী মোগাদিশু থেকে প্রায় ৯০ কিলোমিটার উত্তরে অবস্থিত ওয়ারশেখ জেলার উপকন্ঠে এদিন উভয় বাহিনীর মধ্যে কয়েক ঘন্টা ধরে তীব্র লড়াই সংঘটিত হয়। এসময় মুজাহিদদের হামলায় মোগাদিশু বাহিনীর অন্তত ২৪ সৈন্য নিহত এবং আরও ১৪ সৈন্য আহত হয়। অভিযানে গুরুতর আহত শত্রু সদস্যদের মধ্যে একজন ব্যাটালিয়ন কমান্ডারও রয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4k29e63w


