
ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের আবদুল্লাহ বিন মাসউদ (রাদিআল্লাহু আনহু) যৌথ সামরিক প্রশিক্ষণ কমান্ডের ডি-৩০ আর্টিলারি ও যৌথ সিস্টেম বিভাগে ৯৬ জন প্রশিক্ষণার্থী তিন মাসব্যাপী তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।
উক্ত প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারী সদস্যরা তাত্ত্বিক জ্ঞান অর্জনের পাশাপাশি ব্যবহারিক প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ সমাপ্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য প্রদান করেন। বক্তারা পেশাগত দক্ষতা অর্জনের পাশাপাশি ইসলামী মূল্যবোধ সংরক্ষণ ও বাস্তব জীবনে তা প্রতিফলনের পরামর্শ দেন।
অপরদিকে নিজ দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আর্টিলারি প্রশিক্ষণ লাভকারী সেনাসদস্যবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
তথ্যসূত্র:
1.د عبدالله بن مسعود رضي الله عنه د جگړه ایزو ګډو زده کړو قوماندانۍ د توپچي زده کړو څخه 96 تنه منسوبین فارغ شول
– https://tinyurl.com/e3smdyv7


