আফগানিস্তানের হেরাত প্রদেশে গরিব পরিবারভুক্ত ১৩০ যুগল যুবক-যুবতীর গণবিবাহ অনুষ্ঠিত

0
6

২ জানুয়ারি আফগানিস্তানের হেরাত প্রদেশে গরিব পরিবারের ১৩০ যুগল যুবক-যুবতীর মধ্যে গণবিবাহ সম্পন্ন হয়েছে। একটি দাতব্য সংস্থার সহায়তায় এই গণবিবাহ আয়োজন করা হয়েছে। বিবাহের খরচ বহনের পাশাপাশি প্রত্যেক দম্পতিকে ১ লক্ষ আফগানি অর্থ সহায়তা প্রদান করেছে এই দাতব্য সংস্থা।

উক্ত দাতব্য সংস্থার প্রধান জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত পরিবারের মধ্য থেকে এই দম্পতিদের নির্বাচন করা হয়েছে।

তিনি আরও বলেন, এই ধরনের গণবিবাহ প্রতি বছর আয়োজন করা হয়। এই উদ্যোগের লক্ষ্য হল গরিব পরিবারভুক্ত যুবকদের সহায়তা করা, যারা অর্থনৈতিক দুর্দশা, বেকারত্ব ও সামাজিক প্রথায় বিয়ের ব্যয়বহুল খরচের কারণে দীর্ঘসময় ধরে বিয়ে করতে সক্ষম হচ্ছে না।

উক্ত বিয়ের আয়োজনে বেশ কয়েকজন বর সন্তুষ্টি প্রকাশ করে বলেন, দীর্ঘদিন যাবত তারা বিয়ের জন্য অপেক্ষা করেছেন। কিন্তু আর্থিক সমস্যা, কর্মসংস্থানের অভাব, সামাজিক বিবাহের উচ্চব্যয় প্রভৃতি কারণে তারা বিয়েতে অগ্রসর হতে পারে নি।

উল্লেখ্য যে, ইমারাতে ইসলামিয়ার শাসনামলে কাবুলসহ প্রায় সব প্রদেশেই এই ধরনের গণবিবাহ আয়োজন করছেন ব্যবসায়ী, দাতব্য সংস্থা ও স্থানীয় নেতারা। এই ধরনের বিবাহের মাধ্যমে অবৈধ সম্পর্ক থেকে রক্ষা, বিবাহকে সহজ করা, ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় রীতিনীতি পরিহারে উৎসাহিত করছেন আয়োজকগণ।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/53h7k83f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবুরকিনায় শত্রু বাহিনীর ৮টি সামরিক অবস্থানের নিয়ন্ত্রণ নিয়েছেন জেএনআইএম মুজাহিদিনরা
পরবর্তী নিবন্ধআফগানিস্তান–ওমান সরাসরি ফ্লাইট চালু করতে চুক্তি স্বাক্ষর