জাবুল প্রাদেশিক হাসপাতালে ৯০ মিলিয়ন আফগানি ব্যয়ে দুই নতুন ভবন নির্মাণ

0
0

জাবুল প্রদেশে স্বাস্থ্যসেবা ব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্যে ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগে জাবুল প্রাদেশিক হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ৯০ মিলিয়ন আফগানি ব্যয়ে দুটি স্বাস্থ্য প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়েছে।

জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. শরাফত জামান হাফিযাহুল্লাহ জানান, প্রকল্পগুলোর আওতায় হাসপাতাল কমপ্লেক্সে ১৫০ শয্যা বিশিষ্ট দুটি তিনতলা ভবন নির্মাণ করা হবে। নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, এসব ভবনের নির্মাণ ও সংশ্লিষ্ট সংস্কার কার্যক্রম এক বছরের মধ্যেই সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

তিনি আরও জানান, চলতি বছরে জাবুল প্রাদেশিক হাসপাতালের জন্য ৪৮ মিলিয়ন আফগানি মূল্যের চিকিৎসা সরঞ্জাম ক্রয় করা হবে। প্রকল্প বাস্তবায়নের ফলে হাসপাতালটির শয্যা সংখ্যা বর্তমান ১০০ থেকে বৃদ্ধি পেয়ে ৩০০-তে উন্নীত হবে। পাশাপাশি, হাসপাতালের জনবল কাঠামোও সম্প্রসারিত হয়ে মোট কর্মীর সংখ্যা প্রায় ৩৫০ জনে পৌঁছাবে।

এই প্রকল্পসমূহ বাস্তবায়নের মাধ্যমে জাবুল প্রদেশে স্বাস্থ্যসেবার পরিধি ও সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। নতুন অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং বর্ধিত জনবল জাবুলবাসীর জন্য উন্নত ও কার্যকর চিকিৎসাসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1. Work on two health projects begins in Zabul
– https://tinyurl.com/3fwfvjmv

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাকিস্তানের সাথে সরাসরি ফ্লাইটের অনুমতি পেল বিমান বাংলাদেশ
পরবর্তী নিবন্ধপ্রাণ কোম্পানির ক্যান্টিনের খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ