ফুসফুস জনিত জটিলতায় হাসপাতালে ভর্তি ড. কামাল হোসেন

0
7

শারীরিক দুর্বলতা ও ফুসফুসের সমস্যা দেখা দেওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে সংবিধান প্রণেতা ও গণফোরামের প্রতিষ্ঠাতা ড. কামাল হোসেন।

২ জানুয়ারি (শুক্রবার) তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় বলে গণফোরামের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

গণফোরামের সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ড. কামাল হোসেন বর্তমানে শারীরিক দুর্বলতা এবং ফুসফুসজনিত জটিলতায় ভুগছে। ড. কামালের সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত বুধবার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় যোগদানের সময় কামাল হোসেনের নাম অতিথিদের তালিকায় ছিল না। সেই কারণে এসএসএফ ভিআইপি রুট দিয়ে তার গাড়ি প্রবেশ করতে দেয়নি। সেজন্য তাকে হুইলচেয়ারে বসে বিশাল জনতার মধ্য দিয়ে দীর্ঘ পথ যেতে বাধ্য করা হয়। এ ঘটনার পর সে অসুস্থ হয়ে পড়ে।


তথ্যসূত্র:
https://tinyurl.com/4ah2pp95

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআগামীর বাংলাদেশ হবে রেইনবো নেশন: আমীর খসরু
পরবর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্তে বিএসএফের ব্রিজ নির্মাণের চেষ্টা