
প্রত্যাবর্তিত শরণার্থীদের জন্য প্রায় ৩০০০ একর জমি বরাদ্দের প্রক্রিয়া আরম্ভ করেছে ইমারাতে ইসলামিয়ার বালখ প্রদেশের শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগ। উক্ত প্রদেশে এখন পর্যন্ত ২৭ হাজারেরও অধিক শরণার্থী পরিবার নিবন্ধিত হয়েছে, প্রত্যেককে এক প্লট জমি সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে।
২ জানুয়ারি বালখ শরণার্থী ও প্রত্যাবাসন বিভাগের প্রধান আসাদুল্লাহ ওয়াফা হাফিযাহুল্লাহ বলেন, প্রায় ২৭ হাজার থেকে ২৮ হাজার পরিবার তালিকাভুক্ত করা হয়েছে। মাওলানা জালালুদ্দিন মুহাম্মদ বালখি টাউনশিপে ইতোমধ্যে ৩০০ এরও অধিক পরিবারকে জমি প্রদান করা হয়েছে।
জমি বরাদ্দের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন প্রত্যাবর্তিত শরণার্থীগণ। উল্লেখ্য যে, পাকিস্তান ও ইরান থেকে আফগান শরণার্থীদের জোরপূর্বক বহিষ্কারের ব্যাপারে বারবার উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংস্থাসমূহ, তা সত্ত্বেও আফগান শরণার্থীদের উপর চাপ বৃদ্ধি করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/5hbmdd88


