আফগানিস্তান কারও জন্য হুমকি নয়, তবে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে

0
60

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের খোস্ত প্রদেশের গভর্নর আবদুল্লাহ মোখতার হাফিযাহুল্লাহ বলেছেন, আফগানিস্তান কারও জন্য হুমকি নয় এবং আন্তর্জাতিক প্রতিশ্রুতির প্রতি তারা অটল রয়েছে তবে যেকোনো হুমকির কঠোর জবাব দেওয়া হবে।

খোস্ত প্রদেশে একটি ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গভর্নর আবদুল্লাহ মোখতার হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান দোহা চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং সেই চুক্তির আলোকে আফগানিস্তানের ভূমি অন্য কোনো দেশের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দেওয়া হবে না। একই সঙ্গে তিনি স্পষ্ট করে বলেন, যদি কোনো শক্তি আফগান ভূখণ্ডে আগ্রাসন চালায়, সে ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আত্মরক্ষামূলক জিহাদ করা ফরজ।

তিনি জনগণ ও ইমারাতে ইসলামিয়ার সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানিয়ে বলেন, দোহা চুক্তি এবং কাবুলে আলেমদের গৃহীত সিদ্ধান্তের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে অন্য কোনো দেশে জিহাদের উদ্দেশ্যে যাওয়া থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, ইমারাতে ইসলামিয়া একটি চুক্তিতে আবদ্ধ এবং সেই চুক্তির বাইরে গিয়ে কোনো কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়। ধৈর্য ধারণ, সংযম ও দায়িত্বশীল আচরণের মাধ্যমেই দেশের স্থিতিশীলতা রক্ষা সম্ভব।

খোস্ত প্রদেশে আত্মঘাতী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে একটি সিদ্ধান্তের কথাও জানান গভর্নর। তিনি বলেন, রাজনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে আত্মহত্যাকারীদের জানাজা ও শোকানুষ্ঠানে কেবল নিকটাত্মীয়দের অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে। পাশাপাশি তিনি নিরপরাধ মানুষের হত্যাকাণ্ড রোধে হত্যাকারীদের বিরুদ্ধে শরিয়াহ অনুযায়ী শাস্তি কার্যকরের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আফগান রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান শাহাবুদ্দিন দেলাওয়ার হাফিযাহুল্লাহ। তিনি বলেন, আফগানিস্তানের বিরুদ্ধে বহু শত্রু নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তবে জনগণের সেবা, দৃঢ় অঙ্গীকার ও পারস্পরিক ঐক্যের মাধ্যমে এসব ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। তিনি সবাইকে শত্রুপক্ষের অপপ্রচারে প্রভাবিত না হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী বক্তারা দেশব্যাপী ঐক্য, সংহতি ও দায়িত্বশীল আচরণের গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, পারস্পরিক ঐক্য ও প্রতিশ্রুতির প্রতি আনুগত্য বজায় রাখলেই ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের স্থিতিশীলতা ও নিরাপত্তা সুসংহত হবে এবং শত্রুপক্ষের সকল অপচেষ্টা ব্যর্থ হবে।


তথ্যসূত্র:
1. Khost Governor: Afghanistan Is No Threat, but Won’t Tolerate Threats
– https://tinyurl.com/3b474nht

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজম্মু ও কাশ্মীরে ভিপিএন ব্যবহারের অভিযোগে ১৫০ জনের বিরুদ্ধে অবৈধ ভারত কর্তৃপক্ষের মামলা
পরবর্তী নিবন্ধনিরাপত্তা জোরদারে ৬ মাসে ১০২টি পরিকল্পিত অভিযান পরিচালনা করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ