
বিগত ৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ। এই সময়ের মধ্যে ১০২টি পরিকল্পিত অভিযান পরিচালনা করেছেন সীমান্ত পুলিশের কর্মীবৃন্দ। এই সকল অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১৩৩ জনকে তারা আটক করেছেন।
গত ৩ জানুয়ারি এক ভিডিও বার্তায় এই তথ্যসমূহ তুলে ধরেছেন ইমারাতে ইসলামিয়ার সীমান্ত পুলিশ বিভাগের মুখপাত্র আবিদুল্লাহ আকাব ফারুকি হাফিযাহুল্লাহ।
তিনি আরও বলেন, সীমান্ত পুলিশ হল দেশ প্রতিরক্ষার প্রথম ধাপ। দেশে মাদক চোরাচালানের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়েছে এই সীমান্ত পুলিশ বাহিনী। ইরান, উজবেকিস্তান, তাজিকিস্তান ও পাকিস্তানের সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধ করেছে এই বাহিনী।
এছাড়া বিগত ৬ মাসে দেশ থেকে ঐতিহাসিক মূল্যবান নিদর্শন ও দামী সামগ্রীর চোরাচালান প্রতিরোধ করা হয়েছে। উল্লেখযোগ্য অর্জনের মধ্যে রয়েছে প্রায় ১০ কেজি সোনা, প্রায় ৫০ হাজার মার্কিন ডলার মূল্যের রূপা, ৩৫টি গলার হার সেট ও আংটি এবং শত শত ঐতিহাসিক মুদ্রা দেশ থেকে বাইরে চোরাচালালের প্রচেষ্টা প্রতিরোধ করেছে সীমান্ত পুলিশ বাহিনী।
তিনি জোর দিয়ে বলেন, সীমান্ত পুলিশ ইমারাতে ইসলামিয়া সরকারের প্রতিশ্রুতবদ্ধ বাহিনী। যারা বীরত্বের সাথে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। দেশের জাতীয় সম্পদকে অত্যন্ত দৃঢ়তার সাথে তারা রক্ষা করে যাচ্ছেন। এছাড়া নিজ কর্মক্ষেত্রে তারা ইমারাতে ইসলামিয়া সরকারের আইন সমুন্নত রাখছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mw34sph3


