
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছে, ওসমান হাদি হত্যার বিচারের বিষয়ে তাড়াহুড়ার কোনো সুযোগ নেই। হত্যাকারীরা কোথায় আছে সে সম্পর্কে একশত ভাগ নিশ্চিত নই। যতদ্রুত সম্ভব অপরাধীদের বিচারের আওতায় আনা হবে। এ বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে।
৩ জানুয়ারি (শনিবার) দুপুরে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা জানায়।
সে বলে, বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের পক্ষ থেকে সম্পর্ক ভালো রাখার চেষ্টা আছে। বহির্বিশ্বের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।
তৌহিদ হোসেন আরো বলে, বর্তমান সরকার চায় যত দ্রুত সম্ভব, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর নির্বাচিত সরকারের নিকট দায়িত্ব হস্তান্তর করতে। নির্বাচনের বিষয়ে বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।
তথ্যসূত্র:
https://tinyurl.com/yey3rctz


