মালির রাজধানী বামাকোর পশ্চিমে জ্বালানী ট্যাঙ্কার ও সেনা কনভয়ে জেএনআইএম মুজাহিদদের হামলা

0
67

আল-কায়েদা সংশ্লিষ্ট মুজাহিদিনরা নিশ্চিত করেছেন যে, জেএনআইএম মুজাহিদিনরা মালির রাজধানী গামী জান্তা বাহিনীর একটি জ্বালানী সরবরাহ কনভয় ও একটি সেনা কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন।

আয-যাল্লাকা মিডিয়ার তথ্যমতে, গত ৩ জানুয়ারি শনিবার সন্ধ্যায়, পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোর পশ্চিমে একটি জ্বালানী ট্যাঙ্কার কনভয়ে অতর্কিত আক্রমণ চালানো হয়েছে। কনভয়টি যখন মালির জান্তা বাহিনী এবং আফ্রিকা কর্পস (রাশিয়ান বাহিনী) এর নিরাপত্তায় কাসারো এবং সোরিবোগু হয়ে রাজধানী বামাকোর দিকে অগ্রসর হচ্ছিল, ঠিক সেসময় অতর্কিত এই হামলাটি চালানো হয়। ফলশ্রুতিতে কনভয়টির অনেক জ্বালানী ট্যাঙ্কার ধ্বংস এবং অনির্দিষ্ট সংখ্যক শত্রু সৈন্য হতাহতের শিকার হয়।

আল-কায়েদা পশ্চিম আফ্রিকা শাখা জামা’আত নুসরাতুল ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম), সংক্ষিপ্ত এক বিবৃতিতে অতর্কিত এই হামলার তথ্য নিশ্চিত করেছে। দলটি আরও নিশ্চিত করেছে যে, শনিবার সকালে, মুজাহিদিনরা রাজধানী বামাকোর দক্ষিণে কৌলিকোরো অঞ্চলের ওয়েলেসেবুগোর কাছেও একটি হামলা চালিয়েছেন। মুজাহিদিনরা গাইডেড আইইডি দিয়ে মালির সেনাবাহিনী (জান্তা) এবং রাশিয়ার আফ্রিকান কর্পসের একটি কনভয় লক্ষ্যবস্তু করে হামলাটি চালানো হয়েছে। ফলশ্রুতিতে শত্রু বাহিনীতে ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে।

উল্লেখ্য যে, জেএনআইএম মুজাহিদিনরা গত কয়েক মাস ধরেই জান্তার জন্য আসা জ্বালানী ট্যাঙ্কারগুলো লক্ষ্য করে বামাকোর উপকন্ঠে হামলা চালিয়ে আসছেন। সম্প্রতি দক্ষিণ অক্ষের দিকেও মুজাহিদিনরা এধরণের হামলার পরিধি বাড়িয়েছেন, যা রাজধানী বামাকোকে আরও চাপের মধ্যে ফেলে দিচ্ছে।


তথ্যসূত্র:
– https://tinyurl.com/hab7bnyv
– https://tinyurl.com/484dku9b

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএবার রাজশাহীতে গভীর রাতে একজনকে গুলি করে হত্যা
পরবর্তী নিবন্ধতেল পরিশোধন শিল্প সম্প্রসারণে ইরান–আফগান যৌথ বাণিজ্যিক উদ্যোগ