তেল পরিশোধন শিল্প সম্প্রসারণে ইরান–আফগান যৌথ বাণিজ্যিক উদ্যোগ

0
39

আফগানিস্তানে তেল পরিশোধন অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ইরান। ইমারাতে ইসলামিয়ার বালখ প্রদেশের হায়রাতান বন্দরে অবস্থিত একটি তেল পরিশোধনাগার পরিদর্শনকালে ইরানের কনসাল জেনারেল আফগান ব্যবসায়ীদের সঙ্গে তেল পরিশোধন খাতে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

ইরানি কনসুলেটের উপ-কনসাল সজ্জাদ জাফারি জানান, ইরানের তেল, গ্যাস ও পরিশোধন খাতে বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে, যাতে তারা সরেজমিনে এসে বালখ প্রদেশের সক্ষমতা মূল্যায়ন করতে পারেন। তিনি বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে উত্তরাঞ্চলে তেল পরিশোধন অবকাঠামো সম্প্রসারণ ও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

এদিকে বালখ চেম্বার অব কমার্স অ্যান্ড ইনভেস্টমেন্টের উপপ্রধান হারুন রশিদ কাজি জানান, শিগগিরই আফগান প্রতিনিধি দল ইরান সফর করবে এবং ইরান থেকেও একটি প্রতিনিধিদল আফগানিস্তানে আসবে। এই সফরগুলোর মূল লক্ষ্য হবে তেল পরিশোধনাগার উন্নয়নের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও প্রযুক্তি ব্যবস্থাপনা।

বালখ প্রদেশের তেল পরিশোধনাগার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, প্রদেশে সক্রিয় পরিশোধনাগারগুলো আমু নদী অববাহিকার অপরিশোধিত তেল প্রক্রিয়াজাত করার সক্ষমতা রাখে। তারা এই দেশীয় সম্পদ নিজেদের জন্য বরাদ্দ দেওয়ার দাবি জানান। বালখের তেল পরিশোধনাগারগুলোর প্রধান আবদুল জামিল জাজাই বলেন, কাশকারি ও আংগোট এলাকায় দৈনিক প্রায় সাতশ টন অপরিশোধিত তেল উত্তোলনের সক্ষমতা রয়েছে, তবে পরিশোধিত পেট্রোল ও ডিজেলের ক্ষেত্রে দেশের মোট চাহিদা প্রায় বিশ লক্ষ টনের কাছাকাছি।

এদিকে বালখ প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগের উপপরিচালক নাসির আহমদ নিয়াজি হাফিযাহুল্লাহ জানান, জাতীয় অর্থনৈতিক নীতির আওতায় দেশীয় তেল পরিশোধনাগারগুলোকে সহায়তা করা ইমারাতে ইসলামিয়ার অন্যতম অগ্রাধিকার। এই সহায়তা শিল্পখাত সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং জ্বালানি ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


তথ্যসূত্র:
1. Iran Offers to Help Boost Oil Refining Sector in Northern Afghanistan
– https://tinyurl.com/h57jeu4w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধমালির রাজধানী বামাকোর পশ্চিমে জ্বালানী ট্যাঙ্কার ও সেনা কনভয়ে জেএনআইএম মুজাহিদদের হামলা
পরবর্তী নিবন্ধ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহতের শিকার অন্তত ১৪ হাজার মানুষ: গান ভায়োলেন্স আর্কাইভের প্রতিবেদন