২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহতের শিকার অন্তত ১৪ হাজার মানুষ: গান ভায়োলেন্স আর্কাইভের প্রতিবেদন

0
66

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় আক্রান্ত হয়েছে কমপক্ষে ৪০ হাজার মানুষ। এদের মধ্যে প্রাণ হারিয়েছে ১৪ হাজারেরও বেশি। আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আত্মহত্যা করেছে অন্তত ২৪ হাজার মানুষ। গত বছর গড়ে প্রতিদিন গান ভায়োলেন্সের শিকার হয়েছে ১১০ জনের বেশি।

সম্প্রতি গান ভায়োলেন্স আর্কাইভ-GVA প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক এসব তথ্য।

ওয়েবসাইটের তথ্যানুসারে, গত বছর যুক্তরাষ্ট্রে ৪০৭টি গণহত্যার ঘটনা ঘটেছে। ১১ বছর বা তারচেয়ে কম বয়সী ২২৪ জন শিশু বন্দুক সহিংসতায় নিহত হয়েছে এবং একই বয়সের ৪৬১ জন শিশু আহত হয়েছে। এ ছাড়া, ১২ থেকে ১৭ বছর বয়সী ১ হাজার ৩০ জন কিশোর বন্দুক সহিংসতায় নিহত হয়েছে এবং এই বয়সের ২ হাজার ৭৩৩ জন কিশোর আহত হয়েছে।

কোনো হামলায় বন্দুকধারী বাদে কমপক্ষে ৪ জন হতাহত হলে, সে ঘটনাকে ম্যাস শ্যুটিং হিসেবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রে। গেল বছর এ ধরনের অন্তত চার শতাধিক হামলা দেখেছে দেশটি।

বন্দুক হামলার হাত থেকে রেহাই পায়নি শিশু-কিশোররাও। ২০২৫-এ গুলিতে প্রাণ হারিয়েছে ১১ বছর বা তার কম বয়সী ২২৪ শিশু। আহত হয়েছে ৪৬১ জন। ১২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে নিহত হয়েছে ১ হাজার ৩০ জন। আর আহত হয়েছে ২ হাজার ৭৩৩ কিশোর-কিশোরী।

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২১ সাল থেকে টানা চার বছর ধরে গান ভায়োলেন্সে হতাহতের সংখ্যা ক্রমশ হ্রাস পেলেও পরিস্থিতি এখনও বেশ জটিল।


তথ্যসূত্র:
https://tinyurl.com/2wwamrxp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতেল পরিশোধন শিল্প সম্প্রসারণে ইরান–আফগান যৌথ বাণিজ্যিক উদ্যোগ
পরবর্তী নিবন্ধদক্ষিণ সোমালিয়ায় আশ-শাবাবের ৭টি পৃথক অভিযান: দুই শীর্ষ কর্মকর্তা সহ কয়েক ডজন শত্রু সৈন্য হতাহত