
জম্মু-কাশ্মীর অঞ্চলের কাঠুয়া জেলায় আরও ৭ জন কাশ্মীরি মুসলমানের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে অবৈধ হিন্দুত্ববাদী প্রশাসন।
৪ জানুয়ারি কাশ্মীর মিডিয়া সার্ভিসের দেওয়া তথ্যমতে, কাঠুয়া জেলার লোহাই মালহার এলাকায় কোটি কোটি টাকা মূল্যের ১০ কানালের (১.২৫ একর) অধিক জমিসহ অন্যান্য স্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করেছে হিন্দুত্ববাদী ভারত প্রশাসনের পুলিশ।
ভুক্তভোগী মুসলমানদের নাম হল মোহাম্মদ আয়াজ, আব্দুল করিম, সরফরাজ নওয়াজ, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ হাফিজ, গোলাম মোহাম্মদ ও আক্তার আলী।
উল্লেখ্য যে, ২০১৯ সালের আগস্টে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করেছে হিন্দুত্ববাদী ভারত সরকার। এরপর থেকে নিজ বাড়িঘর ও জমি থেকে কাশ্মীরিদের উচ্ছেদ অভিযান জোরদার করেছে বিজেপি নেতৃত্বাধীন এই সরকার।
কাশ্মীরের নিপীড়িত মুসলমানদের হয়রানি ও অর্থনৈতিকভাবে দুর্বল করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়া কাশ্মীরিদের রাজনৈতিক ন্যায্য দাবিকে দমন করার অংশ হিসেবে তারা পরিকল্পিতভাবে কাশ্মীরি যুবকদের প্রতিনিয়ত টার্গেট করে যাচ্ছে।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/376567sh


