পাকিস্তান সীমান্ত সংকটে নতুন সম্ভাবনা; মধ্য এশিয়ায় নানগারহার প্রদেশের কৃষিপণ্যের নতুন বাজার

0
0

পাকিস্তানের সঙ্গে বাণিজ্যপথ বন্ধের কারণে বিকল্প রপ্তানি রুট অনুসন্ধানের ধারাবাহিকতায় নানগারহার প্রদেশের সবজি ব্যবসায়ীরা মধ্য এশিয়ার দেশগুলোতে রপ্তানি শুরু করেছেন। বিশেষ করে উজবেকিস্তান ও তাজিকিস্তানে নানগারহারের আলু রপ্তানি বাড়ায় কৃষক ও ব্যবসায়ীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।

নানগারহার ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রতিদিন শত শত টন আলু উজবেকিস্তান ও তাজিকিস্তানে রপ্তানি হচ্ছে। এসব দেশে আলু ন্যায্য দামে বিক্রি হচ্ছে এবং আগের তুলনায় ভালো মুনাফা অর্জিত হচ্ছে।
সংস্থাটির উপপ্রধান স্তানাগুল শেরজাদ বলেন, এখন কৃষকেরা প্রতি সাত কেজিতে আগের তুলনায় ১০ থেকে ১২ আফগানি বেশি পাচ্ছেন। তিনি আরও বলেন, স্থানীয় মুদ্রায় পণ্য বিক্রি হওয়ায় ব্যবসায়ীরা লাভজনক বাজারের দিকেই ঝুঁকছেন।

নানগারহার প্রদেশের কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় জানিয়েছে, অনুকূল আবহাওয়া ও কৃষকদের প্রচেষ্টায় চলতি বছর আলু উৎপাদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিভাগটির তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে প্রদেশটির ১২টি জেলায় ৪ হাজার ১০০ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে এবং উৎপাদন হয়েছে ৫৫ হাজার ৭৬ মেট্রিক টন।

এদিকে ব্যবসায়ী ও কৃষকরাও বলছেন, তোরখাম ক্রসিং বন্ধ থাকলেও বাজারে কোনো সংকট দেখা দেয়নি, বরং এই পরিস্থিতি তাদের জন্য আরও ভালো বাজার তৈরি করেছে। স্থানীয় কৃষক জান আগা জানান, বীজ ও সার সহায়তা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৪ সালে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ ছিল ২৪৬ কোটি ১০ লাখ ডলার। তবে ২০২৫ সালে তা কমে দাঁড়ায় ১৭৬ কোটি ৬০ লাখ ডলারে।

বিশ্লেষকদের মতে, পাকিস্তানের সঙ্গে বাণিজ্য হ্রাসের প্রেক্ষাপটে মধ্য এশিয়ার দেশগুলোতে নানগারহার প্রদেশের কৃষিপণ্য রপ্তানি শুধু কৃষক ও ব্যবসায়ীদের জন্যই নয়, বরং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্বনির্ভরতার পথেও ইতিবাচক ভূমিকা রাখছে।


তথ্যসূত্র:
1.With Torkham Closed, Nangarhar Farmers Find New Profit in Central Asia
– https://tinyurl.com/4smmrsyj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার কান্দাহার থেকে আন্তর্জাতিক বাজারে রপ্তানি হলো ২ হাজার ৫০০ কেজি মধু
পরবর্তী নিবন্ধবুরকিনা ফাসোয় জেএন‌আইএম এর সফল অভিযান: নিহত কমপক্ষে ১৭ শত্রু সেনা