ইমারাতে ইসলামিয়ার নানগারহার প্রাদেশিক হাসপাতালে নতুন পাঁচটি চিকিৎসা বিভাগ চালু

0
0

আফগানিস্তানের নানগারহার প্রদেশে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও আধুনিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে বিবি ফাতিমা জাহরা প্রাদেশিক হাসপাতালে একযোগে এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি, ল্যাবরেটরি কালচার, পলিক্লিনিক ও সাধারণ স্টোর বিভাগ চালু করল ইমারাতে ইসলামিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে নানগারহার প্রদেশের জনস্বাস্থ্য বিভাগের প্রধান মৌলভী আমিনুল্লাহ শরীফ হাফিযাহুল্লাহ বলেন, ইমারাতে ইসলামিয়া নানগারহার প্রদেশে স্বাস্থ্যখাতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, সাধারণ জনগণের জন্য উন্নত ও সহজলভ্য চিকিৎসা নিশ্চিত করতে স্বাস্থ্যসেবার পরিধি ক্রমান্বয়ে সম্প্রসারণ করা হবে এবং এ লক্ষ্যে চলমান প্রচেষ্টা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে প্রাদেশিক গভর্নরের কার্যালয়ের প্রধান মৌলভী আবদুল্লাহ সাজিদ হাফিযাহুল্লাহ নতুন বিভাগসমূহের উদ্বোধনকে স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তিনি চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আন্তরিক প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করেন।

প্রাদেশিক হাসপাতালের পরিচালক ডা. ওলি জাদা হাফিযাহুল্লাহ জনস্বাস্থ্য অধিদপ্তর এবং মোমেন গ্রুপের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি হাসপাতালের সেবার মান আরও উন্নত করার ব্যাপারে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে কুনার প্রদেশ ও নানগারহার প্রদেশে সংঘটিত সাম্প্রতিক ভূমিকম্পে আহতদের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী হাসপাতালের কয়েকজন কর্মচারী দায়িত্বশীলদের মাঝে সম্মাননাপত্র বিতরণ করা হয়।


তথ্যসূত্র:
1. د ننګرهار بي بي فاطمة الزهرا ولایتي روغتون کې د اندوسکوپي، کلونوسکوپي، لابراتوار کلچر، پولی‌کلینیک او عمومي زېرمتون څانګې پرانیستل شوې.
– https://tinyurl.com/mv3m6jxs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানে ফেলে যাওয়া অস্ত্র উদ্ধারের আশ্বাস দিয়ে USA এর সাথে নতুন লবিং পাকিস্তানের