
রংপুরের বদরগঞ্জে অজ্ঞাত এক নারীর বিবস্ত্র বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে উপজেলার রামনাথপুর ইউপির টেক্সেরহাট ভেলাকোবার বিল এলাকায় লাশটি পাওয়া যায়।
দৈনিক ইত্তেফাক সূত্র জানা যায়, স্থানীয়রা সকালে বস্তাবন্দি অবস্থায় নারীর লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এরপর বদরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং তাদের হেফাজতে নেয়।
বদরগঞ্জ থানার ওসি হাসান জাহিদ সরকার বিষয়টি নিশ্চিত করে জানায়, ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করেছে। রংপুর থেকে আসা সিআইডির একটি দল লাশটি ময়নাতদন্তের জন্য রংপুরে প্রেরণ করবে।
তথ্যসূত্র:
১। বদরগঞ্জে নারীর বিবস্ত্র মরদেহ উদ্ধার।
– https://tinyurl.com/3ys8j33e


