ঐক্য ও শৃঙ্খলায় সুদৃঢ় ইমারাতে ইসলামিয়া, বিবিসির প্রতিবেদন প্রত্যাখ্যান

0
18

ইমারাতে ইসলামিয়ার অভ্যন্তরে মতবিরোধ ও বিভক্তির দাবি করে প্রকাশিত বিবিসির একটি প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ। তিনি বিবিসির এই দাবিকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে অভিহিত করেছেন।

ইমারাতে ইসলামিয়ার মুখপাত্র মৌলভী জাবিহুল্লাহ মুজাহিদ হাফিযাহুল্লাহ এক বিবৃতিতে বলেন, ইমারাতে ইসলামিয়ার ভেতরে কোনো ধরনের মতানৈক্য, বিভেদ বা অভ্যন্তরীণ দ্বন্দ্ব নেই। তিনি স্পষ্ট করে বলেন, ইমারাতে ইসলামিয়ার সব কার্যক্রম ইসলামি শরিয়াহর আলোকে পরিচালিত হচ্ছে এবং সেখানে মতবিরোধের কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, কখনো কখনো বিভিন্ন দায়িত্বশীলের বক্তব্যে ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হতে পারে; তবে সেগুলোকে কোনোভাবেই বিভেদ বা দ্বন্দ্ব হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়। তার ভাষায়, ইমারাতে ইসলামিয়া ঐক্য, আনুগত্য ও শৃঙ্খলার এক সুদৃঢ় কাঠামোর ওপর প্রতিষ্ঠিত এবং অভ্যন্তরীণ সংঘাত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

ইমারাতে ইসলামিয়া পূর্ণ ঐক্য ও সংহতির সঙ্গে তার দায়িত্ব পালন করে যাচ্ছে। অভ্যন্তরীণ বিভক্তি নিয়ে যেসব দাবি প্রচার করা হচ্ছে, সেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই এবং এসব অপপ্রচার ইমারাতে ইসলামিয়ার দৃঢ় অবস্থান ও শৃঙ্খলাবদ্ধ কাঠামোকে ক্ষুণ্ন করতে পারবে না।


তথ্যসূত্র:
1. Mawlawi Zabihullah Mujahid, spokesperson for the Islamic Emirate, has dismissed the BBC report
– https://tinyurl.com/4knu7zrk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটাঙ্গাইলে চলন্ত বাসে রাতভর কলেজ ছাত্রীকে গণধর্ষণ
পরবর্তী নিবন্ধআল ফিরদাউস বুলেটিন || ৩য় সপ্তাহ, জানুয়ারি ২০২৬ ||