পর্যাপ্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশের একটি মসজিদকে অবৈধ ঘোষণা হিন্দুত্ববাদী প্রশাসনের

0
2

ভারতের মধ্যপ্রদেশে ভোপাল জেলায় কোকতা আনন্দনগর এলাকায় অবস্থিত রহমত মসজিদকে অবৈধ ঘোষণা করেছে হিন্দুত্ববাদী প্রশাসন। হিন্দুত্ববাদী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) এর অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

সরকারি নথি অনুযায়ী, প্রায় এক বছর আগে কর্তৃপক্ষের একটি আদেশে জানানো হয়েছে যে, এই মসজিদ সরকারি জমিতে নির্মিত হয়েছে, তাই এটি সরিয়ে ফেলতে হবে। প্রশাসনের আদেশে আরও সতর্ক করা হয়, ৭দিনের মসজিদটি ভাঙ্গা না হলে প্রশাসন ব্যবস্থা নেবে এবং মসজিদ কমিটিকে জরিমানা করা হবে।

মসজিদ কমিটি তাদের দাবির সমর্থনে প্রয়োজনীয় ডকুমেন্ট উপস্থাপন করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তা ভুয়া বলে প্রত্যাখ্যান করে।

নাম প্রকাশে অনিচ্ছুক মসজিদ কমিটির এক সদস্য বলেন, বিষয়টি গভীর উদ্বেগজনক। আমাদের কাছে থাকা সকল ডকুমেন্ট আমরা কর্তৃপক্ষকে দেখিয়েছি, কিন্তু তারা সেগুলো যাচাই করতে প্রস্তুত নয়। মনে হচ্ছে যেন মসজিদ অপসারণের সিদ্ধান্ত আগে থেকেই চূড়ান্ত হয়ে গেছে।

রাজ্য সমন্বয়কারী জিতেন্দ্র সিং চৌহান মুসলমানদের তাচ্ছিল্যের করে দাবি করেছে, একটি মাফিয়া গোষ্ঠী সরকারি জমি দখল করছে। উক্ত মসজিদের ব্যাপারে আমাদের দাবি প্রশাসন মেনে নিয়েছে। তবে প্রশাসনকে মসজিদটি ধ্বংস করার উদ্যোগ দ্রুত বাস্তবায়ন করতে হবে।

স্থানীয় মুসলমানগণ এরূপ দাবির তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, হিন্দুত্ববাদী গোষ্ঠী দ্বারা ব্যবহৃত ন্যারেটিভ দেশে একটি প্রতিকূল পরিবেশ তৈরি করেছে।

স্থানীয় এক মুসলিম বলেন, নামাজের স্থানকে মাফিয়া প্রকল্প হিসেবে অভিহিত করে আমাদের মর্যাদায় আঘাত করা হয়েছে। কেবল মুসলিম ধর্মীয় স্থানগুলো এভাবে তুলে নেওয়া হয় কেন? অন্য ধর্মের ক্ষেত্রে আমরা একই কর্মকাণ্ড দেখতে পাচ্ছি না।

আইন বিশেষজ্ঞরা উল্লেখ করেছে, কোন কাঠামো ধ্বংস বা অপসারণ অবশ্যই যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে করতে হবে। প্রশাসন যদি মনে করে যে, কোনও কাঠামো বেআইনি, তবে তাদের অবশ্যই স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্ত সম্প্রদায়ের নিকট প্রশাসনকে এই ব্যাপারে সঠিক জবাব দিতে হবে।

মুসলিম গোষ্ঠীসমূহ প্রতিবাদ জানিয়েছে, হিন্দুত্ববাদী সংগঠনগুলোর অভিযোগের পর মুসলমানদের ধর্মীয় স্থানগুলো ক্রমশ প্রশ্নবিদ্ধ হচ্ছে, যা সরকারি প্রতিষ্ঠানের সাম্যনীতি, ন্যায়বিচার ও আস্থা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে।


তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mt494p5d

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ২০৭ আল-ফারুক আর্মি কর্পসের অভিযানে সামরিক যান পুনরুদ্ধার
পরবর্তী নিবন্ধইমারাতে ইসলামিয়ার ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় জালালাবাদের অগ্নিকাণ্ডে বড় বিপর্যয় এড়াল