ইমারাতে ইসলামিয়ার ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় জালালাবাদের অগ্নিকাণ্ডে বড় বিপর্যয় এড়াল

0
4

আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদ শহরের সংঘটিত একটি অগ্নিকাণ্ডে সময়োপযোগী ও দক্ষ অভিযানের মাধ্যমে বড় ধরনের আর্থিক ক্ষয়ক্ষতি থেকে এলাকাবাসীকে হেফাজত করেছে নানগারহার পুলিশের ফায়ার সার্ভিস বিভাগ।

ইমারাতে ইসলামিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত পদক্ষেপের ফলে সম্ভাব্য বিপুল ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জালালাবাদ শহরের তৃতীয় জেলায় বিদ্যুৎ এর শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে নানগারহার পুলিশ ফায়ার বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ফায়ার বিভাগের তাৎক্ষণিক ও সুসংগঠিত কার্যক্রমের ফলে আগুন আশপাশের বসতবাড়ি ও স্থাপনায় ছড়িয়ে পড়তে পারেনি। এতে প্রায় ১৫০ মিলিয়ন আফগানির সম্ভাব্য ক্ষয়ক্ষতি প্রতিরোধ করা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে স্থানীয় বাসিন্দাদের সম্পত্তির প্রায় চার মিলিয়ন আফগানি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে।


তথ্যসূত্র:
1. Nangarhar Police Fire Department prevented the spread of a fire in District 3
– https://tinyurl.com/y4pahrt5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপর্যাপ্ত ডকুমেন্ট থাকা সত্ত্বেও মধ্যপ্রদেশের একটি মসজিদকে অবৈধ ঘোষণা হিন্দুত্ববাদী প্রশাসনের
পরবর্তী নিবন্ধকুনার প্রদেশে বিপুল অঙ্কের মূল্যবান পাথর নিলামে বিক্রি করল ইমারাতে ইসলামিয়া