
বালখ প্রদেশের মাজার-ই-শরীফ শহরের গুরুত্বপূর্ণ ফেরদৌসী মোড়ের পুনর্গঠন কাজ শুরু করেছে মাজার-ই-শরীফ পৌরসভা। নগর অবকাঠামো উন্নয়নের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বাস্তবায়িত এই প্রকল্পে দশ মিলিয়ন আফগানিরও বেশি ব্যয় ধরা হয়েছে।
মাজার-ই-শরীফ পৌরসভা সূত্র জানায়, ফেরদৌসী মোড়ের পুনর্গঠন প্রকল্পটি শহরের দীর্ঘদিন ধরে অসমাপ্ত থাকা বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পন্ন করার পরিকল্পনার অন্তর্ভুক্ত। পৌরসভা কর্মকর্তারা বলেন, নগর ব্যবস্থাপনাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, চলতি বছরের শেষ নাগাদ পরিকল্পনাভুক্ত সব অসমাপ্ত প্রকল্পের কাজ সম্পন্ন করার লক্ষ্যে পৌরসভা নিয়মিতভাবে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে।
ফেরদৌসী মোড়ের পুনর্গঠন কাজ মাজার-ই-শরীফ শহরের সামগ্রিক উন্নয়ন প্রক্রিয়াকে আরও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। পৌরসভা কর্তৃপক্ষের এই উদ্যোগ নগরের অবকাঠামো উন্নয়ন ও পরিকল্পিত নগরায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
তথ্যসূত্র:
1. Reconstruction of Ferdowsi Intersection in Mazar-e-Sharif begins
– https://tinyurl.com/yawdczbs


