ইমারাতে ইসলামিয়ার কান্দাহার প্রদেশে শিল্পোন্নয়নের নতুন অধ্যায়: শিল্পপার্কের জন্য বরাদ্দ ২৪৭ একর জমি

0
11

কান্দাহার প্রদেশে শিল্প ও বাণিজ্য খাতের সম্প্রসারণে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দামান জেলায় একটি আধুনিক শিল্পপার্ক নির্মাণের জন্য ৫০০ জেরিব(প্রায় ২৪৭ একর) রাষ্ট্রীয় জমি বরাদ্দ দেওয়া হয়েছে। ইমারাতে ইসলামিয়ার বিশেষ ডিক্রির ভিত্তিতে এই জমি আনুষ্ঠানিকভাবে শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের অধিভুক্ত করা হয়েছে।

কান্দাহার প্রদেশের দামান জেলার নোদা এলাকায় অবস্থিত উক্ত জমিটি প্রয়োজনীয় সকল আইনগত ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্নের পর শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়। কৃষি, সেচ ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীন ভূমি বিষয়ক সাধারণ অধিদপ্তর এই হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করে।

ভূমি হস্তান্তর ও বণ্টন বিভাগের পরিচালক এসমাতুল্লাহ ফারহাদ হাফিযাহুল্লাহ জানান, উক্ত স্থানে একটি মানসম্মত শিল্পপার্ক গড়ে তোলা হবে। এই শিল্পপার্কে বিভিন্ন শিল্পকারখানা স্থাপনের সুযোগ সৃষ্টি হবে, যা কান্দাহার প্রদেশে শিল্পখাতের বিকাশ এবং বাণিজ্য সম্প্রসারণে কার্যকর ভূমিকা রাখবে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, এই উদ্যোগ দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালীকরণ, বিনিয়োগ সহায়তা এবং দেশীয় উৎপাদন বৃদ্ধির সামগ্রিক পরিকল্পনারই একটি অংশ। শিল্পপার্ক নির্মাণের মাধ্যমে কান্দাহার প্রদেশে কর্মসংস্থান সৃষ্টি ও শিল্পভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড জোরদার হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. 500 Jeribs of land allocated for industrial park in Kandahar
– https://tinyurl.com/58hb5b3y

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুমিল্লার নাঙ্গলকোটে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ২, আহত ৬
পরবর্তী নিবন্ধওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্যে তিন বছর মেয়াদে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নিয়োগ