
ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলায় রান্নাবান্নার তৈজসপত্র বিক্রয়কারী এক মুসলিম যুবককে বাংলাদেশি তকমা দিয়ে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। ভুক্তভোগী ব্যক্তির নাম আকমল হোসেন। তিনি বাড়ি বাড়ি রান্না উপকরণ বিক্রয় করে জীবিকা নির্বাহ করেন।
তিনি বলেন, এক মহিলা আমার জিনিসপত্র কিনতে আগ্রহ দেখালে আমি ঐ মহিলার বাড়ির নিকট যাই। সেসময় এক উগ্র হিন্দু এসে আমাকে গালিগালাজ শুরু করে এবং আমাকে বাংলাদেশি সম্বোধন করে। সে আমাকে আধার কার্ড দেখাতে বলে।
তিনি আরও বলেন, আমি আমার মোবাইল খুঁজছিলাম, তখন হঠাৎ সে আমাকে মারধর করা শুরু করে। সেসময় আরও বেশ কয়েকজন লোক সেখানে জড়ো হয়। তারা দাবি করতে থাকে যে, আমি বাংলাদেশ থেকে এসেছি, মহিলাদের ধর্ষণ করতে এসেছি। তারা আমাকে অনেক মারধর করেছে, আমার মাথা, হাত ও শরীরের অন্যান্য অংশে আঘাত করেছে।
হামলাকারীরা তার নগদ টাকাও ছিনিয়ে নিয়েছে। ভয় ও অসহায়ত্ব তুলে ধরে আকমল বলেন, আমি একজন গরিব মানুষ। আমি রান্না সামগ্রী বিক্রি করে পরিবারের জন্য জীবিকা নির্বাহ করি। এই ঘটনার পর বাইরে কাজ করা আমার জন্য অনিরাপদ হয়ে পড়েছে। এই ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে আকমল।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/4mwke5e3


