
ইমারাতে ইসলামিয়ার হেরাত প্রদেশের শিল্প পার্কে বিনিয়োগের আগ্রহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। হেরাত চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনস জানিয়েছে, বর্তমানে এক হাজারেরও বেশি শিল্পপতি নতুন কারখানা স্থাপনের জন্য জমি বরাদ্দের আবেদন করেছেন। স্থানীয় শিল্পোদ্যোক্তাদের পাশাপাশি কয়েকজন বিদেশি বিনিয়োগকারীও হেরাতে বৃহৎ শিল্প কারখানা স্থাপনে আগ্রহ প্রকাশ করেছেন।
হেরাত চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের প্রধান মোহাম্মদ নাসের আমিন বলেন, হাজার হাজার বিনিয়োগকারী জমি ও বিদ্যুৎ সরবরাহের অপেক্ষায় রয়েছেন। আবেদনকারীদের মধ্যে অনেকে নতুনভাবে শিল্প খাতে প্রবেশ করতে আগ্রহী, আবার অনেকে বিদ্যমান শিল্প সম্প্রসারণের লক্ষ্যে নতুন কারখানা নির্মাণ করতে চান।
শিল্প পার্কে বিনিয়োগে আগ্রহী শিল্পোদ্যোক্তারা জানান, জমি বরাদ্দ পাওয়া গেলে তারা বৃহৎ শিল্প কারখানা নির্মাণে প্রস্তুত রয়েছেন। শিল্পপতি জালমাই সাঈদি বলেন, তিনি শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে জমির জন্য আবেদন করেছেন এবং বর্তমানে বরাদ্দের অপেক্ষায় রয়েছেন। জমি পাওয়া মাত্রই তিনি তেল উৎপাদন কারখানার নির্মাণকাজ শুরু করবেন বলে জানান।
অন্যদিকে শিল্পপতি নাজির আহমাদ মাওয়াহিদ বলেন, তারা জমির আবেদন করলেও এখনো বরাদ্দ পাননি। তার মতে, জমি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হলে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হবে এবং বিভিন্ন খাতে নতুন উদ্যোগ নেওয়া যাবে।
হেরাত প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, শিল্পোদ্যোক্তাদের জন্য জমি বরাদ্দ ও টেকসই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রায় পঞ্চাশ হাজার জেরিব(প্রায় ২৪,৭০০একর) আয়তনের শিল্প পার্কে শিগগিরই শিল্পপতিদের জন্য জমি বরাদ্দ দেওয়া হবে।
হেরাত গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদি বলেন, হেরাত প্রদেশে শিল্প উন্নয়ন ও শক্তিশালীকরণে স্থানীয় প্রশাসন সর্বদা কাজ করে যাচ্ছে। জমি বরাদ্দ ও স্থায়ী বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কার্যক্রম চলমান রয়েছে এবং এসব উদ্যোগ সম্পন্ন হলে হেরাত একটি বৃহৎ শিল্প এলাকাতে রূপান্তরিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হেরাত চেম্বার অব ইন্ডাস্ট্রিজ অ্যান্ড মাইনসের তথ্য অনুযায়ী, বর্তমানে হেরাত প্রদেশের শিল্প পার্কে এক হাজার তিন শতাধিক কারখানা রয়েছে। শুধুমাত্র গত এক বছরে নতুন করে তিন শত পঞ্চাশটি কারখানা উৎপাদন কার্যক্রম শুরু করেছে।
জমি ও বিদ্যুৎ সরবরাহের বিষয়টি চূড়ান্ত হলে হেরাত প্রদেশের শিল্প পার্কে বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। শিল্পোদ্যোক্তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলে কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ এবং সামগ্রিকভাবে হেরাত প্রদেশের শিল্প খাতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1. More Than 1,000 Industrialists in Herat Await Land Allocation for Factories
– https://tinyurl.com/536pvn2c


