ফটো রিপোর্ট || সোমালিয়ার রাজধানী মোগাদিসুর উত্তরে ওয়ারশেখ শহরতলির সামরিক ঘাঁটিতে আশ-শাবাবের ব্যাপক হামলা; ৪ সামরিক ঘাঁটি বিজয়

0
24

পূর্ব আফ্রিকা ভিত্তিক আল কায়েদা সংশ্লিষ্ট হারাকাতুশ শাবাব আল মুজাহিদিন ১৮ জানুয়ারি (রবিবার) সকালে যুক্তরাষ্ট্র ও তুরস্কের প্রশিক্ষিত সোমালি বিশেষ বাহিনীর ৪টি ঘাঁটিতে পরিচালিত ব্যাপক হামলার চিত্র প্রকাশ করেছেন।

হারাকাতুশ শাবাবের সামরিক নেতৃত্ব “রাজধানী মোগাদিসুর উত্তরে ওয়ারশেখ শহরতলির সামরিক ঘাঁটিতে ব্যাপক হামলা” শিরোনামে একটি বিবৃতি জারি করেছে। যাতে “জাবাদ-ঘাদনি, রন-শেখ, শাস-কাদ এবং বারকা-কাহ অঞ্চলে অবস্থিত শত্রু বাহিনীর ৪টি সামরিক ঘাঁটিতে হামলার বিষয়টি নিশ্চিত করেছেন, যা দক্ষিণ সোমালিয়ার কেন্দ্রীয় রাজ্য শাবেলের উপকুলবর্তী ওয়ারশেখ জেলা শহরের উপকণ্ঠে অবস্থিত।

তুরস্ক ও ক্রুসেডার আমেরিকা কর্তৃক প্রশিক্ষিত মোগাদিশু বাহিনী হারাকাতুশ শাবাবের শরিয়াহ প্রতিষ্ঠিত এলাকাকে পুনরায় আল্লাহদ্রোহী আইনে ফিরিয়ে নিতে উক্ত ঘাঁটিগুলোতে শক্তি বৃদ্ধি করে যাচ্ছিল। এমতাবস্থায় মুজাহিদিনরা ফজরের নামাজের পরে উক্ত ঘাঁটিগুলোকে তাদের অতর্কিত আক্রমণের নিশানা করেন, এবং মহান আল্লাহ্‌ তাআলার সাহায্যে উক্ত চারটি ঘাঁটিসহ ওয়ারশেখ জেলার আশেপাশের অঞ্চলে নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে সক্ষম হন।

এসময় শরিয়াহ বিরোধী মুরতাদ মোগাদিশু বাহিনী ব্যাপক হতাহতের শিকার হয়। এছাড়া ঘাঁটিগুলো বিজয়ের পর বহু অস্ত্রশস্ত্র ও সামরিক সরঞ্জাম গণিমত হিসেবে আশ-শাবাব মুজাহিদদের হস্তগত হয়। যার কিছু চিত্র উক্ত বিবৃতির সাথে প্রকাশ করা হয়েছে…


তথ্যসূত্র
– https://tinyurl.com/u2y8pzm9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপাবনায় নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিলল স্কুলছাত্রীর লাশ