রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পুড়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান-মসজিদ ও ঘর

0
17

কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৪৮টি ঘরসহ ২টি মসজিদ, ১০টি স্কুল ও ১টি মাদরাসা পুড়ে গেছে, এতে কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম গৃহহীন হয়েছে। এ ঘটনায় বেশকিছু শিশু ও বৃদ্ধ নিহত হবার খবর পাওয়া গেছে।

এক প্রতিবেদনে দৈনিক নয়া দিগন্ত জানায়, গত মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভোর ৪টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় অবস্থিত ১৬ নম্বর ক্যাম্পের ডি-৪ ব্লকে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্লকের বাসিন্দা মোহাম্মদ আনিছ রাত পৌনে ৩টার দিকে গ্যাসের চুলায় পানি গরম করতে দিয়ে ঘুমিয়ে পড়েন। এতে চুলা থেকে আগুন ধরে দ্রুত পাশের ঘনবসতিপূর্ণ শেল্টারগুলোতে ছড়িয়ে পড়ে।

১৬ নম্বর ক্যাম্পের ডি-ব্লকের হেড মাঝি মোহাম্মদ রিয়াজ জানান, আগুনে ৪৪৮টি ঘর, ২টি মসজিদ, ১০টি স্কুল ও ১টি মাদরাসা সম্পূর্ণ পুড়ে গেছে। এতে কয়েক হাজার রোহিঙ্গা গৃহহীন হয়ে পড়েছেন।

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমা বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। পাশাপাশি জরুরি মানবিক সহায়তা দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে অগ্নিকাণ্ড আশঙ্কাজনকভাবে বাড়ছে। এর আগে, গত ২৬ ডিসেম্বর ৪ নম্বর ক্যাম্পে একটি হাসপাতাল এবং ২৫ ডিসেম্বর কুতুপালং ক্যাম্পে আগুনে বেশ কিছু ঘর ক্ষতিগ্রস্ত হয়।


তথ্যসূত্র:
১। রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান-মসজিদ ও ৪৪৮ ঘর
– https://tinyurl.com/e4pkp2uz

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফটো রিপোর্ট || দক্ষিণাঞ্চলীয় জুবা রাজ্যের কৌশলগত কাদা উপদ্বীপের সকল সামরিক ঘাঁটি আশ-শাবাবের পূর্ণ নিয়ন্ত্রণে; নিহত কয়েক ডজন মিলিশিয়া
পরবর্তী নিবন্ধহাজতখানায় পরিবার নিয়ে দুই আ.লীগ নেতার বিয়ের খাবারের আয়োজন