ইমারাতে ইসলামিয়া এবং ইসলামি শরিয়াহর মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব

0
18

কাবুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ধর্মীয় শিক্ষার্থীদের এক সমাবর্তন অনুষ্ঠানে ইমারাতে ইসলামিয়ার আইনমন্ত্রী মৌলভী আব্দুল হাকিম হাফিযাহুল্লাহ বলেন, আফগানিস্তানে বিদ্যমান ইসলামি ব্যবস্থা অনন্য এবং এর কোনো তুলনা নেই। তিনি বলেন, গত দুই দশকে আফগান জনগণ যে ত্যাগ স্বীকার করেছে, তার মূল উদ্দেশ্য ছিল শরিয়াহভিত্তিক একটি ইসলামি ব্যবস্থা প্রতিষ্ঠা করা, যা বর্তমানে বাস্তব রূপ লাভ করেছে।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আইনমন্ত্রী মন্ত্রী বলেন, এই ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে আজও সবাইকে ত্যাগের মানসিকতা ধারণ করতে হবে এবং প্রয়োজনে ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিতে প্রস্তুত থাকতে হবে।

তিনি জোর দিয়ে বলেন, জ্ঞান, শরিয়াহ এবং রাষ্ট্রব্যবস্থার মর্যাদা রক্ষা করা সকলের দায়িত্ব। এ ক্ষেত্রে সামান্য শিথিলতা দেখা দিলে ইসলামি শিক্ষা, ধর্ম ও শাসনব্যবস্থার মর্যাদা ক্ষুণ্ন হবে। তবে দায়িত্বশীলতা ও অঙ্গীকার বজায় থাকলে ইসলামি শিক্ষাব্যবস্থা ও রাষ্ট্র পরিচালনার সম্মান অটুট থাকবে বলে তিনি উল্লেখ করেন।

আব্দুল হাকিম হাফিযাহুল্লাহ আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির পথে এগোচ্ছে এবং বিভিন্ন উন্নয়ন কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে তিনি আলেম সমাজ ও সরকারি দায়িত্বশীলদের আচরণে সংযম ও দায়িত্বশীলতার ওপর গুরুত্ব আরোপ করেন।


তথ্যসূত্র:
1. Justice Minister: Afghan Islamic System Has No Parallel
– https://tinyurl.com/mwn5bsp4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধফার্মাসিউটিক্যাল শিল্পে আত্মনির্ভরতার পথে ইমারাতে ইসলামিয়া