
ভারতের রাজস্থান রাজ্যের কোটা জেলায় ‘মোহাম্মদপুরা’ গ্রামের নাম পরিবর্তন করে ‘মোহনপুরা’ নামকরণ করা হয়েছে। এই বিষয়ে একটি অফিসিয়াল প্রজ্ঞাপন জারি করেছে হিন্দুত্ববাদী ভারতের রাজস্থান রাজ্য সরকার। প্রজ্ঞাপন অনুযায়ী, গ্রামটি বুধাদিত থানা এলাকায় অবস্থিত। এখন থেকে রাজস্ব দলিল, স্কুল ও প্রশাসনিক অফিসসহ সকল সরকারি নথিতে গ্রামটিকে ‘মোহনপুরা’ নামে উল্লেখ করতে হবে।
২১ জানুয়ারি ভারতের এনডিটিভি সংবাদমাধ্যমে এই সংক্রান্ত একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, দেশীয় রাজ্য শাসনামলে মোহাম্মদ নামে এক পুলিশ ইনচার্জের নামে গ্রামটির নাম রাখা হয়েছিল ‘মোহাম্মদপুরা’, যদিও গ্রামের অধিকাংশ জনগোষ্ঠী হিন্দু।
স্থানীয় হিন্দু জনগোষ্ঠীরা গ্রামের সরপঞ্চ (গ্রাম্য প্রধান) মুলচাঁদ গুর্জরের নেতৃত্বে গ্রামের নাম পরিবর্তন সংক্রান্ত একটি লিখিত আবেদন জানালে তদপ্রেক্ষিতে এই দাবি অনুমোদন করে রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এছাড়া সম্প্রতি কাইথুন এলাকার খেদারাসুলপুর গ্রামের নাম পরিবর্তন করে ‘খেদারামপুর’ নামকরণ করেছে রাজস্থান সরকার।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/mrxwp3kr


