প্রচারণা মিছিলে নাম ঘোষণা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ

0
7

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় নির্বাচনী প্রচারণায় বিএনপির দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, বৃহস্পতিবার (২২ জানুয়ারি) উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় বিএনপি নেতা শামীম মোল্লা ও ওলিউল্লাহ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বেলা ১২টার দিকে ধানের শীষের প্রচারণায় একটি মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে স্থানীয় একজন নেতার নাম ঘোষণা না করাকে কেন্দ্র করে প্রথম দফায় সংঘর্ষে জড়ায় বিএনপি নেতা সামিম মোল্লা ও ওয়ালীউল্লাহ খানের কর্মী সমর্থকরা সংঘর্ষে জড়ায়। একই ঘটনার জের ধরে দুপুর ১টার দিকে দীঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায় তারা। এতে অন্তত ১০ জন আহত। এ সময় ধারালো অস্ত্র ও লাঠিসোঁটা হাতে দুপক্ষকে পাল্টাপাল্টি হামলা করতে দেখা দেখা গেছে।


তথ্যসূত্র:
১। প্রচারণা মিছিলে নেতার নাম ঘোষণা না করায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
– https://tinyurl.com/3y7huaje

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগান চিকিৎসা সক্ষমতায় নতুন অধ্যায়, কাবুলে প্রথম সফল স্নায়ু অস্ত্রোপচার
পরবর্তী নিবন্ধআমার স্বামী হত্যার বিচার কোথায়? ড. ইউনূসকে হাদির স্ত্রীর প্রশ্ন