
সরাসরি ওষুধ আমদানি করতে বাংলাদেশের প্রধান ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের ব্যবসায়ীগণ। ঢাকা সফরকালে গত ২২ ডিসেম্বর ইমারাতে ইসলামিয়ার বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী মৌলভী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ’র নেতৃত্বাধীন একটি প্রতিনিধি দল এই চুক্তি সম্পাদন করেছে।
বাংলাদেশের দুটি বৃহত্তম ওষুধ প্রস্ততকারক প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও রেনাটা পিএলসি পরিদর্শন করেছেন উক্ত প্রতিনিধি দল। প্রায় ৫০টি দেশে ওষুধ রপ্তানি করে থাকে এই দু’টি কোম্পানি।
এছাড়া আফগানিস্তানের অভ্যন্তরে ওষুধ উৎপাদন কারখানা স্থাপন করতে বাংলাদেশি বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন মৌলভী জাহিদ হাফিযাহুল্লাহ। তিনি আরও বলেন, আফগানিস্তানজুড়ে নিরাপত্তা নিশ্চিত হয়েছে, শিল্প উন্নয়ন ও বিনিয়োগকে সমর্থন করে ইমারাতে ইসলামিয়া সরকার।
এই সরকার বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুযোগ-সুবিধা প্রদান করেছে। এছাড়া দেশীয় উৎপাদন সমর্থন করতেও প্রতিশ্রুতিবদ্ধ ইমারাতে ইসলামিয়া সরকার। বিদ্যমান নিয়ম অনুযায়ী বাংলাদেশি শিল্পোদ্যোক্তাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ইমারাতে ইসলামিয়ার জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ড. নাঈমুল্লাহ আইয়ুবী ।
উল্লেখ্য যে, পাকিস্তান হতে ওষুধ আমদানির উপর শুল্ক ছাড় ক্রমান্বয়ে বন্ধ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে ইমারাতে ইসলামিয়া কর্তৃপক্ষ। এর বিকল্প হিসেবে ইমারাতে ইসলামিয়ার ওষুধ আমদানি খাতে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/bdjyd95b


