
হেরাত প্রদেশে মাদকাসক্তদের পুনর্বাসনের লক্ষ্যে চিকিৎসাধীন ৩৫০ জন মাদকাসক্তকে বিভিন্ন কারিগরি পেশায় প্রশিক্ষণের ব্যবস্থা করেছে ইমারাতে ইসলামিয়া। এই প্রশিক্ষণের মাধ্যমে তারা বাস্তবমুখী দক্ষতা অর্জন করে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার পথে এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করেছেন।
প্রাদেশিক কর্তৃপক্ষের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, প্রশিক্ষণপ্রাপ্ত এসব ব্যক্তি বিভিন্ন কারিগরি ক্ষেত্রে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করেছেন। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক তার সংযোগ ও মেরামত, বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত, জুতা তৈরি, দর্জির কাজ এবং ব্যাগ প্রস্তুতকরণ। চার মাসব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আত্মকর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্তৃপক্ষের বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, এই ধরনের কারিগরি প্রশিক্ষণ পুনর্বাসিত ব্যক্তিদের সমাজে পুনরায় সম্পৃক্ত করতে এবং সম্মানজনক জীবিকা অর্জনে সহায়তা করবে। প্রশিক্ষণ শেষে অর্জিত দক্ষতার মাধ্যমে তারা নিজেদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করা হয়।
তথ্যসূত্র:
1. A total of 350 recovered addicts in Herat province have successfully completed a four-month vocational and technical training program.
– https://tinyurl.com/yxbmk87z


