দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে ঢাকায় আফগান প্রতিনিধিদলের বৈঠক

0
23

রাজধানী ঢাকায় আফগানিস্তান ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে আফগান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের উপমন্ত্রী মৌলভী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ। বৈঠকে বাংলাদেশের ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বৈঠকে উভয় দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, যৌথ বিনিয়োগের সুযোগ সৃষ্টি, বিপণন সহযোগিতা জোরদার এবং দীর্ঘমেয়াদি ও টেকসই বাণিজ্যিক অংশীদারিত্ব প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় দুই দেশের মধ্যে পণ্য বিনিময় বৃদ্ধি, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক আরও সুসংহত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে উপমন্ত্রী মৌলভী আহমাদুল্লাহ জাহিদ হাফিযাহুল্লাহ আফগানিস্তানকে একটি নির্ভরযোগ্য ও সম্ভাবনাময় বাজার হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, আফগানিস্তানে বাণিজ্য ও বিনিয়োগের জন্য অনুকূল পরিবেশ বিদ্যমান রয়েছে এবং এই সুযোগ কাজে লাগাতে দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করা প্রয়োজন। পাশাপাশি তিনি বাণিজ্যিক প্রতিনিধিদল বিনিময় সহজ করা, বেসরকারি খাতের মধ্যে সরাসরি যোগাযোগ বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার পরিসর সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকের মাধ্যমে আফগানিস্তান ও বাংলাদেশের ব্যবসায়িক অঙ্গনের মধ্যে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। এই ধরনের আলোচনার ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. A business meeting was held in Dhaka, the capital of Bangladesh
– https://tinyurl.com/2ussyaj6

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধহেরাত প্রদেশে ৩৫০ জন মাদকাসক্তকে কারিগরি প্রশিক্ষণ দিল ইমারাতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধসন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় শহীদ আরও ০২ ফিলিস্তিনি শিশু