সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর ড্রোন হামলায় শহীদ আরও ০২ ফিলিস্তিনি শিশু

0
0

উত্তর গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর বোমা বর্ষণে প্রাণ হারিয়েছেন আরও দুই ফিলিস্তিনি শিশু। শনিবার (২৪ জানুয়ারি) ফিলিস্তিনভিত্তিক গণমাধ্যম ওয়াফা এজেন্সি এ সংবাদ প্রকাশ করেছে। উত্তর গাজা উপত্যকার বেইত-লাহিয়া প্রজেক্ট এলাকায় এই ঘটনাটি ঘটে।

ওয়াফা এজেন্সির বরাতে জানা যায়, নিহত দুই ফিলিস্তিনি শিশুর নাম মোহাম্মাদ এবং সুলাইমান আল-জাওয়ারা। সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী উত্তর গাজা উপত্যকার কামাল আদওয়ান হাসপাতালকে লক্ষ্য করে ড্রোন হামলা চালালে ওই দুই শিশু প্রাণ হারায়।

এই হামলা ও হত্যাকাণ্ড ১১ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন। চুক্তি ভঙ্গ করে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী এখন পর্যন্ত ৪৮৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে। এসময় আহত হয়েছেন আরও কমপক্ষে ১,৩১৩ জন সাধারণ ফিলিস্তিনি মুসলিম। এছাড়া, বিভিন্ন বিল্ডিংয়ের ধ্বংসাবশেষ থেকে আরও ৭১৩ জন সাধারণ ফিলিস্তিনির মৃতদেহ উদ্ধার করা হয়েছে।


তথ্যসূত্র:
১. Two children killed in Israeli drone strike in northern Gaza
– https://tinyurl.com/bdhtvw8w

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ জোরদারে ঢাকায় আফগান প্রতিনিধিদলের বৈঠক