ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ২১

0
4

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশেকালে নারী-পুরুষ ও শিশুসহ ২১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এক প্রতিবেদনে দৈনিক আমার দেশ জানায়, ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান বলেন, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত বাঘাডাংঙ্গা, কুমিল্লাপাড়া, খোসালপুর বিওপির টহল দল সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশকালে ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটকদের মধ্যে আটজন পুরুষ, সাতজন নারী ও ছয়জন শিশু রয়েছে। তারা সবাই ঝিনাইদহ, মাদারীপুর, গোপালগঞ্জসহ বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। অন্যদিকে, রাজাপুর ও কুমিল্লাপাড়া বিওপির এলাকায় অভিযান পরিচালনা করে ৩৬ বোতল ভারতীয় ফেনসিডিল, ৯০ বোতল মাদক সিরাপ ও হাতের চুড়ি, কানের দুল, গলার চেইন, কসমেটিকস উদ্ধার করা হয়।


তথ্যসূত্র:
১। মহেশপুর সীমান্তে বিজিবির হাতে আটক ২১
– https://tinyurl.com/yn5sdc7h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাউকে না জানিয়ে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের ভারতীয় ৯ কর্মকর্তার দেশত্যাগ
পরবর্তী নিবন্ধলালমনিরহাট সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ