পাবনায় বিএনপিতে যোগ দিল নিষিদ্ধ আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী

0
7

পাবনার সাঁথিয়া উপজেলায় নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছে। শনিবার (২৪ জানুয়ারি) রাতে পাবনা-১ আসনের বিএনপির প্রার্থী ভিপি শামসুর রহমানের হাতে ফুলের তোড়া দিয়ে তারা আনুষ্ঠানিকভাবে যোগদান করে।

এক প্রতিবেদনে দৈনিক ইত্তেফাক জানায়, আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে ও খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ক্ষেতুপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে বিএনপির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে ক্ষেতুপাড়া ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক সুরুজ মিয়া এবং ৯ নং ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সামেদের নেতৃত্বে প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী বিএনপিতে যোগদান করে।

কৃষকলীগ নেতা সুরুজ মিয়া জানায়, “আওয়ামী লীগ নেত্রী দেশের বাইরে থাকায় আমরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে যোগদান করেছি।”

দোয়া মাহফিলে সভাপতিত্ব করে ৯ নং ওয়ার্ডের সাবেক বিএনপি সভাপতি আব্দুল রশিদ, এবং অনুষ্ঠান পরিচালনা করেন আক্তার হোসেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম মাহবুব মোরশেদ জ্যোতি।


তথ্যসূত্র:
১। বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের ৫ শতাধিক নেতাকর্মী
– https://tinyurl.com/mx7d8f4f

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধরাজশাহীতে ড্রেন থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধবাংলাদেশে মাদকসেবী ৮২ লাখ, ৬০ ভাগই তরুণ