
চাঁদপুরের ফরিদগঞ্জে নিম্নমানের বিটুমিন ও পাথরে চলছে এলজিইডির রাস্তা সংস্কার কাজ। এতে সংস্কারের কাজ শেষ না হতেই রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।
২৬ জানুয়ারি দোইনিক আমার দেশ এক প্রতিবেদনে জানায়, এতে ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয় এলাকাবাসী। এলাকাবাসী জানান, নিম্নমানের বিটুমিন ব্যবহারের কারণেই সড়কটির রাস্তার কার্পেটিং উঠে যাচ্ছে।
ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দয়া-ইসলামগঞ্জ সড়কে সম্প্রতি শুরু হওয়া সংস্কার কাজের এমন চিত্র দেখে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, বছরের পর বছর সড়কটির বেহাল অবস্থার কারণে তারা চরম দুর্ভোগে ছিলেন। অবশেষে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ায় তারা আশাবাদী হয়েছিল। কিন্তু কাজ শুরুর কয়েকদিনের মধ্যেই কার্পেটিং উঠে যাওয়ায় সেই আশা এখন চরম হতাশায় রূপ নিয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আওতায় প্রায় ১ কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ৭০০ মিটার সড়ক সংস্কারের কাজ এটি। প্রকল্প অনুযায়ী গত বছরের ডিসেম্বর মাসেই কাজ শেষ হওয়ার কথা ছিল। বাস্তবে চলতি বছরে এসে কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান। দেরিতে কাজ শুরুর পরও মানসম্মত কাজ না হওয়ায় ক্ষোভ আরো বেড়েছে এলাকাবাসীর মধ্যে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, সড়ক নির্মাণে প্রয়োজনীয় মান বজায় রাখা হয়নি।
তথ্যসূত্র:
১। চাঁদপুরে নিম্নমানের উপকরণে রাস্তা সংস্কার, উঠে যাচ্ছে কার্পেটিং
– https://tinyurl.com/5x4x74cr


