
ইমারাতে ইসলামিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালে আফগানিস্তান থেকে মোট ৩ লাখ ১৭ হাজার ৫১৭ টন তাজা ফল রপ্তানি করা হয়েছে। এসব রপ্তানির মোট বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১৪২ মিলিয়ন ডলার। রপ্তানিকৃত ফল সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, পাকিস্তান, ইউরোপ এবং মধ্য এশিয়ার বিভিন্ন দেশে রপ্তানি করা হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যমতে, রপ্তানিকৃত তাজা ফলের মধ্যে আপেল, ডালিম, এপ্রিকট, আঙুর, খরমুজ, তরমুজ, ডুমুরসহ বিভিন্ন ধরনের ফল অন্তর্ভুক্ত ছিল। এসব ফল প্রতিবেশী দেশ, আঞ্চলিক বাজার এবং বিশ্বের অন্যান্য অঞ্চলে সরবরাহ করা হয়। কৃষিভিত্তিক উৎপাদনের ওপর নির্ভরশীল দেশের জন্য এ রপ্তানি কার্যক্রমকে অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
তবে আফগানিস্তান চেম্বার অব এগ্রিকালচার অ্যান্ড লাইভস্টক জানিয়েছে, চলতি বছরে বাণিজ্যপথ বন্ধ থাকা, পরিবহন জটিলতা এবং ট্রানজিট সমস্যার কারণে তাজা ফল রপ্তানি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। চেম্বারের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াসিম সাফি বলেন, বর্তমানে রপ্তানি কার্যক্রম চলমান থাকলেও পরিবহন ও স্থানান্তর ব্যয় বেড়ে গেছে।
এদিকে অর্থনৈতিক বিশ্লেষকরা আফগানিস্তানের কৃষিভিত্তিক অর্থনীতিকে টেকসই করতে কেবল কাঁচা পণ্য রপ্তানির ওপর নির্ভর না করে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণের দিকে অধিক গুরুত্ব দেওয়ার আহবান জানান।
শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় যদিও ২০২৪ ও ২০২৫ সালের তাজা ফল রপ্তানির তুলনামূলক পরিসংখ্যান প্রকাশ করেনি, তবে সংশ্লিষ্ট মহল মনে করছে, বিদ্যমান অভিজ্ঞতা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। সীমান্ত ও পরিবহন সংক্রান্ত চ্যালেঞ্জ সত্ত্বেও রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকা দেশের কৃষি ও বাণিজ্য খাতের সক্ষমতারই প্রতিফলন। পরিকল্পিত উদ্যোগ, মানসম্মত সংরক্ষণব্যবস্থা এবং বিকল্প বাণিজ্যপথের কার্যকর ব্যবহারের মাধ্যমে আগামী দিনে তাজা ফল রপ্তানি আরও সম্প্রসারিত হবে বলে আশা করা হচ্ছে।
তথ্যসূত্র:
1.Afghanistan Exports Over 317,000 Tons of Fresh Fruit in 2025
– https://tinyurl.com/bdctwdes


