কক্সবাজারে ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

0
4

কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ২৪ কোটি টাকা মূল্যের ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ও ১০ কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

দৈনিক ইত্তেফাক এক প্রতিবেদনে জানায়, গত সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্প কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিয়ামুল হালিম খান।

জানা যায়, সাগরপথে পাচার করা মাদকের একটি বড় চালান মজুদের গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে কক্সবাজার শহরের উত্তর নুনিয়ারছড়া এলাকায় সাগর উপকূলসংলগ্ন প্যারাবনে র‍্যাবের একটি বিশেষ দল অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে দুইজনকে আটক করা হয়।

র‍্যাব জানায়, প্যারাবনের ভেতরে বালিচাপা অবস্থায় প্লাস্টিকের চটের দুটি বস্তা উদ্ধার করা হয়। বস্তা দুটি খুলে ৬ লাখ ৩০ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি হেরোইন পাওয়া যায়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৪ কোটি টাকা।

আটকরা হলেন—চকরিয়া উপজেলার চরণদ্বীপ এলাকার মৃত হোসেন আহমেদের ছেলে মো. ইসমাইল (৪৩) এবং উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের মৃত সাবের আহমেদের ছেলে নজরুল ইসলাম (৪২)।


তথ্যসূত্র:
১। ২৪ কোটি টাকা মূল্যের ইয়াবা ও হেরোইনসহ দুই মাদক কারবারি আটক
– https://tinyurl.com/4etvmxkx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধনওগাঁতে প্রতিবন্ধী যুবককে বিএনপি নেতাকর্মীদের মারধর
পরবর্তী নিবন্ধটঙ্গীতে একটি কারখানায় বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ গ্রেপ্তার ৩