শতাধিক ইজরায়েলি সৈন্য বুলডোজার, গোলাবারুদ এবং আগ্নেয়াস্ত্র দিয়ে সোমবার দখলকৃত গ্রাম “সুর বাহের” এ অবস্থানরত ফিলিস্তিনী মুসলমানদের ঘড়-বাড়ি ভাঙতে শুরু করেছে।
ফিলিস্তিনের বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যায় যে, ফিলিস্তিনী মুসলিমদের বিক্ষোভ ও আন্তর্জাতিকভাবে ইজরায়েলী কর্মকাণ্ডের নিন্দা সত্ত্বেও, সোমবার মধ্যরাত থেকে ইজরায়েলী ইহুদীবাদী সৈন্যরা তাদের এই অভিযান শুরু করে। তারা এই অভিযানে ১৬টি আবাসিক ভবন ভাঙ্গতে শুরু করে, যাতে একশতেরও বেশী রুম ছিলো। ফিলিস্তিনের সংগঠন ‘পিএলও’ এর এক টুইটে বলেছে যে, বাড়িতে বসবাসরত ব্যক্তিদের বেশীরভাগই নির্দোষ নারী ও শিশু ছিলো। তাদেরকে মধ্যরাতে জাগিয়ে তুলে ঘর থেকে বের করে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা বলছেন, তারা ফিলিস্তিন প্রশাসন কর্তৃপক্ষের অনুমতি নিয়েই বাড়িঘর নির্মাণ করেছিলেন। কিন্তু ইজরায়েলের নির্মিত প্রাচীরের পাশ ঘেষে তৈরী হওয়া সে সব ভবনকে ইজরায়েলী দখলদার ইহুদীরা নিজেদের জন্য আশঙ্কাজনক মনে করে এই অভিযান পরিচালনা করেছে।